মিস্টার পারফেকশনিস্ট হিসেবে আমির খানের খ্যাতি। প্রতিটি কাজ সর্বোচ্চ চেষ্টায় নিখুঁতভাবে করেন। সেই মোতাবেক দর্শকের ভালোবাসা আর বক্স অফিসের সাফল্যও আসে। কিন্তু শেষ দুটি ছবিতে হয়েছে ভরাডুবি। তাই আপাতত বিরতিতে আছেন; নিজেকে ও পরিবারকে সময় দিচ্ছেন।
এর ফাঁকে সম্প্রতি আমির খান নতুন একটি কাজে মগ্ন হয়েছেন। ক্লাসিক্যাল সংগীতের দীক্ষা নিচ্ছেন তিনি। অভিনেতার এক ঘনিষ্ঠজন টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘আমির প্রতি দিন এক ঘণ্টা করে ক্লাসিক্যাল সংগীত শিখছেন। নিয়ম মেনে রোজ তালিম নিচ্ছেন একজন শিক্ষকের কাছে।’
সিনেমা থেকে অঘোষিত বিরতি নেওয়ার পর আরও একটি কাজে হাত পাকিয়েছেন আমির খান। তা হলো- রান্না। নিজের মায়ের কাছ থেকেই তিনি রান্না শিখে নিয়েছেন।
যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে জানা গেছে, আমির খান নতুন একটি সিনেমায় কাজ করতে চলেছেন। যেটার নাম ‘সিতারে জামিন পার’। তিনি জানিয়েছেন, এই ছবি দর্শককে অনেক আনন্দ দেবে।
উল্লেখ্য, আমির খানকে সর্বশেষ দেখা গেছে ২০২২ সালে মুক্তি পাওয়া ‘লাল সিং চাড্ডা’ সিনেমায়। অদ্বৈত চন্দন নির্মিত এই ছবি হলিউডের বিখ্যাত সিনেমা ‘ফরেস্ট গাম্প’র অফিসিয়াল রিমেক। ছবিটি নিয়ে আমির খানের বিপুল প্রত্যাশা থাকলেও বক্স অফিসে ব্যর্থ হয়। সমালোচকদের কাছ থেকেও পেয়েছিল নেতিবাচক প্রতিক্রিয়া।