পরীমণি অভিনীত ‘মুখোশ’ সিনেমাটি গত ২১ জানুয়ারি সিনেমা হলে মুক্তির কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণ বাড়তে থাকায় মুক্তির দেড় সপ্তাহ আগে পরিচালক ইফতেখার শুভ এক বিবৃতিতে জানান, পূর্ব ঘোষিত তারিখে ‘মুখোশ’ মু্ক্তি পাচ্ছে না।
আজ ছবিটির পরিচালক জানালেন নতুন খবর। জানালেন, করোনা সংক্রমণ হার নিম্নগামী হবার কারনে ছবিটি মুক্তির নতুন তারিখ জানালেন তিনি। শুভ বলেন, ‘যেহেতু প্রতিদিন করোনা সংক্রমন হার এক বা দেড় পার্সেন্ট হারে কমছে, সে হিসাবে এ মাসের শেষ নাগাদ এই হার ৫% নিচে নেমে আসবে। তাই আমরা ছবিটি আগামী ৪ মার্চ মুক্তির সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, মুখোশের ট্রেইলার রিলিজ হবে ১৮ ফেব্রুয়ারি।
এ চলচ্চিত্রে একজন অপরাধ বিষয়ক প্রতিবেদকের ভূমিকায় অভিনয় করেছন হালের আলোচিত নায়িকা পরীমণি। তার চরিত্রের নাম সোহানা। তিনি ছাড়াও মোশাররফ করিম, জিয়াউল রোশানসহ আরও অনেকে অভিনয় করেছেন।
২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত ছবিটি পরিচালনার পাশাপাশি সহ-প্রযোজনায় যুক্ত আছেন ইফতেখার শুভ।
এদিকে পরীমনির ‘মুখোশ’ ছাড়াও ‘প্রীতিলতা’, ‘কাগজের বউ’, ‘গুনিন’সহ কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছেন।