নাসিম রুমি: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের ক্যারিয়ারের স্বর্ণালী সময় যাচ্ছে। তিনি এখন প্রতি সিনেমার পারিশ্রমিক নেন ১৫ কোটি রুপি। আর বিজ্ঞাপনে তাকে পেতে হলে খরচ করতে হয় ৯ কোটি রুপির বেশি। এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবেও যুক্ত আছেন তিনি।
সম্প্রতি ভারতের ধনী অভিনেত্রীদের মধ্যে নিজের নাম লিখিয়েছেন আলিয়া। নারী উদ্যেক্তা হিসেবে তিনি প্রশংসিত এবং সফল। অ্যাড-আ-মাম্মা নামের একটি ক্লথিং ব্র্যান্ডের মালিক তিনি।
ব্যবসার পাশাপাশি সিনেমা নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে তার। মুক্তির অপেক্ষায় রয়েছে যশরাজ ফিল্মসের স্পাই থ্রিলার ‘আলফা’। যশ রাজের স্কাই ইউনিভার্সের প্রথম নারীকেন্দ্রিক সিনেমা। সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন আলিয়া। আলিয়া ও ববি দেওলকে এই সিনেমাতে ধুন্ধুমার অ্যাকশন দৃশ্যে দেখা যাবে। সিনেমাটির আকর্ষণ একটি বিশেষ অ্যাকশন দৃশ্য। যেখানে আলিয়া ও ববিকে হাতাহাতি থেকে শুরু করে অস্ত্রের ব্যবহার করে লড়তে দেখা যাবে। সিনেমাটি পরিচালনা করেছেন শিব রাওয়েল। ট্রেলার প্রকাশের পর সাড়া ফেলেছে। সিনেপ্রেমীরা মুখিয়ে আছেন সিনেমাটি দেখার জন্য।
সিনেমায় আলিয়াকে দেখা যাবে গোয়েন্দা চরিত্রে। এটিই প্রথম বলিউড সিনেমা, যেখানে নারী স্পাইকে কেন্দ্র করে এগিয়েছে গল্প। এছাড়া আলিয়া এখন শুটিং করছেন সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার। এতে আলিয়ার সঙ্গে আছেন রণবীর কাপুর ও ভিকি কৌশল।