নাসিম রুমি: ‘এ মুহূর্তে অভিনয় জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্তে আছি। এটা সত্যি সুড়ঙ্গ আমার চলচ্চিত্র ক্যারিয়ারের সেরা সিনেমা। আমার বিশ্বাস এ সিনেমার এই যে জোয়ার, এটা আরও বহুদিন চলবে’-সম্প্রতি যুগান্তরের সঙ্গে আলাপকালে কুরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সুড়ঙ্গ’ নিয়ে এমনটাই বলেছেন চিত্রনায়িকা তমা মির্জা।
এ সিনেমায় তিনি ময়না নামে একটি চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’র সঙ্গে পাল্লা দিয়ে চলছে। এর মাধ্যমে প্রথমবার বড় পর্দায় নাম লিখিয়েছেন নাটকের জনপ্রিয় অভিনেতা আফনার নিশো।
‘সুড়ঙ্গ’ পরিচালনা করেছেন রায়হান রাফি। নির্মাতা জানিয়েছেন, ঈদের প্রায় দুই সপ্তাহ পার হতে চলেছেন। এখনো সিনেমাটি দেখছেন দর্শক।
এ প্রসঙ্গে তমা মির্জা বলেন, ‘দর্শকের প্রতি অকৃত্রিম ভালোবাসা, তাদের কারণেই সুড়ঙ্গ হয়ে উঠেছে একটি সফল সিনেমা। আফরান নিশো এতে মাসুদ চরিত্রে যে অনবদ্য অভিনয় করেছেন তা দর্শকের মুখে মুখে। তার সর্বাত্মক সহযোগিতার কারণেই আমি ময়না চরিত্রটিও যথাযথভাবে ফুটিয়ে তুলতে পেরেছি। তাই ক্যারিয়ারের এখন পর্যন্ত সেরা সময়টা উপভোগ করছি আমি।’