English

27 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
- Advertisement -

ক্যাটরিনার জন্মদিনে তর্কে জড়ান শাহরুখ-সালমান, মারতে যান একে অপরকে

- Advertisements -

নাসিম রুমি: বলিপাড়ার দুই খান— শাহরুখ ও সালমান। একজন বলিউডের কিং, অন্যজন ভাইজান। শাহরুখপুত্র আরিয়ান খান মাদককাণ্ডে জড়িয়ে পড়ার পর সেই বন্ধুত্ব দৃঢ় হয়েছে।

তবে এমনও সময় গিয়েছে, যখন দুই তারকার বন্ধুত্বের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছিল। ক্যাটরিনা কাইফের জন্মদিনের পার্টিতে তাদের লড়াই শিরোনাম তৈরি করেছিল। কী ঘটেছিল সেই পার্টিতে?

ঐশ্বরিয়া রাই বচ্চনকে কেন্দ্র করে শাহরুখ ও সালমানের মধ্যে বিবাদ বাধে। ২০১২ সালের ঘটনা। জানা যায়, মদের নেশায় বুঁদ সালমান ‘বন্ধু’ শাহরুখের উদ্দেশে কটূ কথা বলতে শুরু করেন পার্টিতে।

শাহরুখ সেই সময় ‘কেয়া আপ পাঁচভি পাস সে তেজ হ্যায়?’ শোয়ের হোস্ট। সেই শো নিয়েই ভরা পার্টিতে কটাক্ষ করেন সালমান। তার আসন্ন ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছেন, সেই কথাও পার্টিতে বলেছিলেন সালমান, যেখানে তিনি শাহরুখের ‘ওম শান্তি ওম’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন।

এতকিছু শুনে চুপ থাকার মানুষ নন শাহরুখ। সালমানের শো ‘দাস কা দাম’-এ এসে জবাব দিয়েছিলেন। পার্টিতে শাহরুখের মুখে ঘুসি মারতে চেয়েছিলেন সালমান। তাকে হুমকিও দিয়েছিলেন বলে শোনা যায়। শেষে বিরক্তি প্রকাশ করে পার্টি ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা বলেন শাহরুখ পত্নী গৌরী খান।

পার্টিতে শাহরুখকে আমন্ত্রণ জানিয়েছিলেন সালমান নিজেই। শাহরুখের ইচ্ছা ছিল না যাওয়ার। আমন্ত্রণ ফিরিয়ে দেওয়ার বিষয়টিকে ভালো নজরে নেননি সালমান। তবে গৌরীর অনুরোধে গিয়েছিলেন।

ক্যাটরিনার জন্মদিনের পার্টিতে আকণ্ঠ মদ্যপান করেছিলেন সালমান। নিজের ‘দাস কা দাম’ শো-এর সঙ্গে ক্রমাগত তুলনা টানছিলেন ‘কেয়া আপ পাঁচভি পাস সে তেজ হ্যায়?’-এর। নেশার ঘোরে বলে বসেন, তিনিই আসল ‘খান’, শাহরুখ নন।

অতিথিদের বক্তব্য অনুযায়ী, ঐশ্বরিয়া ও শাহরুখের একসঙ্গে কাজ করা নিয়ে বিরক্ত ছিলেন সালমান। ক্যাটরিনার সঙ্গেও তার কাজ করা নিয়ে বিরক্ত ছিলেন।

সূত্র মারফত জানা যায়, ঐশ্বরিয়া ও ক্যাটরিনার সঙ্গে কাজ করছেন শাহরুখ, বিষয়টি ভালো লাগেননি সালমানের। কিং খানের সঙ্গে ঐশ্বরিয়ার কাজ করার আগ্রহ তাকে বিরক্ত করে তোলে। সালমানের কটূক্তি শুনে বিরক্ত শাহরুখ পার্টি ছেড়ে বেরিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু আমির খান এসে তাকে আটকান এবং পার্টি থেকে বেরিয়ে যেতে মানা করেন। শাহরুখ সেদিন একটি কথাও বলেননি।

সূত্রের খবর, পার্টির মধ্যে ঐশ্বরিয়াকে অশ্রাব্য ভাষায় আক্রমণও করেছিলেন সালমান। পার্টিতে নাকি সেই পরিচিত পুরোনো রাগ প্রকাশ পেয়েছিল ভাইজানের। সবার সামনে ঐশ্বরিয়াকে অসম্মান করতে শুরু করেছিলেন তার সম্পর্কে খারাপ কথা বলে।

এসব শুনে গৌরীর হাত ধরে সালমানের পার্টি থেকে বেরিয়ে যেতে চেয়েছিলেন শাহরুখ। সেই সময় সালমান তাকে বলেছিলেন, ‘তুমি ভয় পাচ্ছো নাকি?’ এই কথা শুনে সালমানকে শাহরুখ বলেছিলেন, তিনি তাকে তার পার্টিতেই মারবেন।

এই ঘটনা চাপা থাকেনি। সংবাদের শিরোনাম দখল করে নেয়। বহু মানুষ তা বিশ্বাস করেন, কেউ বলেন, পুরোটাই পাবলিসিটি স্টান্ট। কেউ-কেউ এটাও বলেন, সালমানের বাড়িতে পার্টি ছিল না, আদতে সেটি ছিল একটি ক্লাবে।

এই ঘটনার পর দীর্ঘদিন মুখ দেখাদেখিও বন্ধ হয়ে যায় শাহরুখ-সালমানের। তবে বহু বছর পর আবারও দুজনের বরফ গলে। বর্তমানে বলিউডের দুই সেরা বন্ধু শাহরুখ-সালমান।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন