English

20 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

কোলে নেওয়ায় সালমান খানকে শুটিং সেটে থাপ্পড় মেরেছিলেন হিমানি

- Advertisements -

 

নব্বইয়ের দশকের ব্লকবাস্টার সিনেমা হাম আপকে হ্যায় কৌনের শুটিং সেটে কোলে তুলে নেওয়ায় সালমান খানতে থাপ্পড় মেরেছিলেন অভিনেত্রী হিমানি ভট্ট শিবপুরী। সম্প্রতি হাম আপকে হ্যায় কৌন সিনেমার শুটিং সেটে সালমান খানের কিছু ঘটনা বলতে গিয়ে এ কথা বলেন তিনি।

হিমানি ভট্ট শিবপুরী বলেন, ‘হাম আপকে হ্যায় কৌন সিনেমায় আমি প্রথমবার সালমান খানের সঙ্গে কাজ করছিলাম। আমার মনে আছে, ছবির একটা দৃশ্য সুরজ বরজাতিয়া আমাদের বুঝিয়ে বলছিলেন। হঠাৎ সেই দৃশ্যটা শুট করার সময় সালমান খান চাচি জান বলে এসে আমায় কোলে তুলে নেন। আর আমিও থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, প্রতিক্রিয়ায় আমি তাকে চড় মেরে বসি। এ সব দেখে পরিচালক সুরজ বরজাতিয়াও বেশ অবাক হয়ে যান। তবে পরিচালক বলেন, ‘‘আমি এটা সিনেমায় রাখব, কারণ, এটা ভালো লাগছে”।’

তিনি আরও বলেন, ‘সালমান খান আসলে এক্কেবারেই শিশু ছিলেন। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও দারুণ। শুটিং সেটে তিনি তার নিজের বাড়ি থেকে বিরিয়ানিসহ নানান খাবার নিয়ে আসত। কারণ, হাম আপকে হ্যায় কৌনের সেটে শুধুই নিরামিষ খাবার দেওয়া হত। সালমান খান ঈদ উপলক্ষে বিরিয়ানি এনেছিলেন। আমরা সবাই সেটা খাই। সালমান একজন মজার মানুষ ছিলেন।’

নব্বইয়ের দশকের ব্লকবাস্টার ছবিগুলির মধ্যে অন্যতম সালমান খানের হাম আপকে হ্যায় কৌন। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া সেই ছবি দেখেননি, এমন সিনেমাপ্রেমী হয়ত কমই আছেন। সালামন খান, মাধুরী দীক্ষিত, মোহননীশ বেহল, রেণুকা শাহানে, আলোক নাথ, অনুপম খের, সতীশ শাহ ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন হিমানী শিবপুরী। ছবিতে সালমান খানের চাচির চরিত্রে অভিনয় করেছিলেন হিমানী।

 

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন