গত কয়েক মাস ধরে লাগাতর হুমকি পাচ্ছেন বলিউড অভিনেতা সালমান খান। ফলে তার নিরাপত্তা সময়ের সঙ্গে আরও বেড়েছে। এবার নতুন বছরের শুরুতে অভিনেতার বাড়িতেও বাড়তি নিরাপত্তার ঘেরাটোপ তৈরি করা হল। বান্দ্রায় সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বারান্দায় বসানো হয়েছে বুলেটপ্রুফ কাচ।
গত কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল, মুম্বাইয়ের পুলিশ সালমানের বাড়ির চারপাশের নিরাপত্তা আরও বাড়াচ্ছে। শোনা গিয়েছিল, নিরাপত্তার খাতিরে বাড়ির মেরামতির কাজও শুরু হয়েছে। বাড়ির বেশ কিছু অংশে বদল করা হচ্ছে। আজ মঙ্গলবার সালমানের বাড়ির বারান্দায় বসানো হয়েছে বুলেটপ্রুফ কাচ। সেই ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে খুব বেশি সময় লাগনি।
আগে এই বারান্দাটি পর্দা দিয়ে ঘেরা থাকত। জন্মদিন বা ইদের শুভেচ্ছা জানাতে এই বারান্দা থেকে অনুরাগীদের উদ্দেশে হাত নাড়তেন সালমান। কিন্তু এবার বারান্দার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঢেকে দেওয়া হল বিশেষ কাচে।
এক সূত্রের দাবি, যেভাবে বার বার অভিনেতার কাছে লরেন্স বিষ্ণোই ও তার দলবলের তরফে হুমকি এসেছে, তা দেখে আর কেউ ঝুঁকি নিতে চাইছেন না। তার উপর সম্প্রতি মুম্বাইয়ে এনসিপি নেতা বাবা সিদ্দিকি খুনের ঘটনাও ভাবাচ্ছে মুম্বাই পুলিশকে। গত বছরেই অভিনেতা একটি বুলেটপ্রুফ গাড়ি কিনেছেন। অভিনেতার সঙ্গে এখন প্রায় সর্বক্ষণ ৪০ জন নিরাপত্তাকর্মী থাকেন।
কিছু দিন আগেই মুক্তি পেয়েছ সালমানের আসন্ন ছবি ‘সিকান্দার’-এর ঝলক। সেই ভিডিও দেখে নেটিজেনদের অনুমান, বিশেষ বার্তা শত্রুদের উদ্দেশেই দিয়েছেন সালমান। “শুনছি আমার পিছনে অনেকে ধাওয়া করে বেরাচ্ছে। আমার শুধু পিছন ফেরার অপেক্ষা…” ঝলকে সালমানের এই সংলাপ নাকি লরেন্স বিষ্ণোইর জন্যই। কৃষ্ণসার হত্যার অভিযোগ রয়েছে সালমানের বিরুদ্ধে। এই ঘটনার জন্যই সালমান লরেন্স বিষ্ণোইর নিশানায়। তাই ঝলকে আরও একটি বিষয় নজর কেড়েছে নেটিজেনদের মুখোশধারী এক শত্রুর মাথায় হরিণের মতো শিং। এই বিষয়টিও প্রতীকী বলে মনে করছেন অনেকে।