নাসিম রুমি: গত রাতে ফেসবুক সার্ভার ডাউন হয়ে গিয়েছিল। বিশ্বজুড়ে মেটার আওতাধীন ফেসবুকের সার্ভার ডাউন হয়ে গেছে। হঠাৎ করেই ব্যবহারকারীরা লগইন সমস্যায় পড়েন। পরে অবশ্য ঠিক হয়ে যায়।
এই নিয়ে সামাজিক মাধ্যমে নানা কথা চালাচালি হয়। বিষয়টি নিয়ে অভিনেতা চঞ্চল চৌধুরী একটি পোস্ট দিয়েছেন ফেসবুকে। তিনি আতঙ্কিত ব্যবহারকারীদের কর্মকাণ্ড দেখে বলছেন, প্রথমে যখন ফেসবুকে ঢুকতে পারছিলাম না, ভেবেছিলাম হ্যাক হয়েছে।
অনেক খারাপ লাগছিল। যখন জানতে পারলাম সবারই একই অবস্থা। তখন বেশ ভালো লেগেছিল। মনে মনে ভাবছিলাম, যাক সারা পৃথিবী থেকে একটা জঞ্জাল বিদায় হলো।
তিনি বলেন, এরপর যখন ফেসবুক ফিরে পেলাম, তখন মনে হলো,এই এক ঘণ্টার ফেসবুক হারানোর শোক অনেকের কাছে অতি প্রিয়জন হারানোর বেদনাকেও হার মানিয়েছে, হায়রে ফেসবুক! কোন নেশায় আক্রান্ত পুরো দেশ,পুরো বিশ্ব! আমিও এর বাইরে নই। এর থেকে কি আমরা কিছু শিখতে পারলাম? সবাই একটু ভাবুন। এখনও আমরা সবাই পরীক্ষা করে দেখছি, অ্যাকাউন্টটা ঠিক আছে তো?