নাসিম রুমি: সময়ের সবচেয়ে আলোচিত কণ্ঠশিল্পী কোনাল। চলতি বছরে প্লেব্যাকে ‘সুরমা সুরমা’, ‘মেঘের নৌকা’ ‘ও প্রিয়তমা’ গান দিয়ে নিজের ক্যারিয়ারে অন্যমাত্রা যোগ করেছে। প্লেব্যাক ছাড়াও তিনি উপহার দিয়েছেন একক গান। এবার সঙ্গীতশিল্পী মিলনকে নিয়ে হাজির হচ্ছেন তিনি।
সম্প্রতি গীতিকার জামাল হোসেনের কথায় ও ইমরান মাহমুদুলের সুর-সঙ্গীতে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন তারা।
নতুন গান নিয়ে গীতিকার জামাল হোসেন বলেন, ‘মিলন-কোনালের ‘পাইনা তোকে’ গানটির সাফল্য আমাকে তাদের নতুন গান করার জন্য অনুপ্রাণিত করেছে। আমি আগের গানটির চেয়ে ভালো কিছু কথায় এটি সাজালাম। এখন আমাদের অনেক গানেই শৈল্পিকতা পাই না। তবে এই গানটি ভিন্ন আঙ্গিকে আসছে। সব ঠিক রেখে আমি সুন্দর একটি গান করতে আমি চেষ্টা করেছি।’
সংগীতশিল্পী মিলন বলেন, এক বছর পর ফের আমাদের নতুন ধামাকা আসছে। ‘পাইনা তোকে’ গানটির সাফল্যের পর ইমরান ভাইয়ের সুরে নতুন গান করলাম। জামাল ভাই বরাবরই দারুণ লেখেন। এটি তার ব্যতিক্রম হয়নি। আগের গানটির মতো এ গানটিও শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করছি।’
নতুন বছরের শুরুতেই রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ পাবে।