ভারতের সুপ্রিম কোর্ট চার সপ্তাহের জন্য নায়িকা শিল্পা শেঠির স্বামী ও ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে গ্রেফতার না করতে নির্দেশ দিয়েছেন। এতে কিছুটা স্বস্তি ফিরতেই এই মামলার প্রসঙ্গ তুলে প্রথমবার নিজের বিবৃতি দিলেন শিল্পা শেঠির ব্যবসায়ী স্বামী।
তিনি তার বক্তব্যে এমন অনেক কথা বলেছেন, যা থেকে বোঝা যায় মিডিয়ায় ছড়িয়ে পড়া খবরে তিনি নিজেই বিভ্রান্ত। তার দাবি, কোনও দিনই পর্নোগ্রাফি তৈরি এবং তা ছড়িয়ে দেওয়ার সঙ্গে যুক্ত ছিলেন না তিনি। বিচারাধীন বিষয়ে সংবাদমাধ্যম তাকে দোষী বানিয়েছে, এতে মানসিক যন্ত্রণা হচ্ছে।’
রাজ কুন্দ্রা বলেন, ‘অনেক চিন্তাভাবনার পর আমি বুঝতে পারছি যে, সব বিভ্রান্তিকর এবং দায়িত্বজ্ঞানহীন বক্তব্য এবং অনেক আর্টিকেলে আমার নীরবতাকে দুর্বলতা হিবেবে বিবেচনা করা হচ্ছে। আমি বলতে চাই যে আমি আমার জীবনে ‘পর্নোগ্রাফি’ তৈরি করিনি। এমনকি ডিস্ট্রিবিউটও করিনি। এই পুরো পর্বটি একটি উইচ হান্ট ছাড়া আর কিছুই নয়।’
তিনি বলেন, ‘যেখানে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। বিষয়টি বিচারাধীন তাই আমি ব্যাখ্যা করতে পারব না, তবে আমি বিচারের মুখোমুখি হতে প্রস্তুত এবং বিচার ব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা আছে, যেখানে সত্যের জয় হবে।’