English

19 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
- Advertisement -

কোথায় যাচ্ছি, সেটা আপাতত গোপন রাখতে চাই: মনামী

- Advertisements -

কলকাতার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ। নিজের অভিনয় দক্ষতা এবং সৌন্দর্য দিয়ে ইতোমধ্যেই মুগ্ধ করেছেন দর্শকদের। জায়গা করে নিয়েছেন ভক্তদের মণিকোঠায়।

অভিনয়ের পাশাপাশি মডেলিং, ডান্সে সমানতালে কাজ করে যাচ্ছেন তিনি। সেই সঙ্গে ঘুরতে যেতেও পছন্দ করেন অভিনেত্রী। তার ইনস্টাগ্রামে নজর রাখলেই সেই আভাস পাওয়া যায়। সম্প্রতি বিমানবন্দরের করিডরে দেখা মিলল অভিনেত্রীর।

সেখানের কয়েকটি ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন মনামী। ক্যাপশনে লিখেছেন, এই ডিসেম্বরে বিমানবন্দরের সঙ্গেই সম্পর্কে জড়াতে চান তিনি। ছবিতে দেখা গেছে, তার পরনে মোটা জ্যাকেট ও হলুদ ট্র্যাকপ্যান্ট। সেই সঙ্গে মাথায় টুপি এবং পায়ে সাদা স্নিকার্সে ধরা দিয়েছেন এ লাস্যময়ী।

তবে কোথায় যাচ্ছেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কোথায় যাচ্ছি, সেটা আপাতত গোপনই রাখতে চাই আমি। খুব শিগগিরই সবাই জানতে পারবেন।

উল্লেখ্য, বর্তমানে ‘ডান্স ডান্স জুনিয়র’-এর মঞ্চে বিচারকের আসনে কাজ করছেন তিনি। ইতোমধ্যেই শোয়ের শুটিং শেষ হয়েছে বলে জানা গেছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন