নাসিম রুমি: বাগদানের পর এবার বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা করছেন হলিউডের স্পাইডারম্যান টম হল্যান্ড ও মার্কিন অভিনেত্রী জেনডেয়া মারি স্টোর্মার কোলম্যান। তাদের বিয়ের খবর সামনে এসেছিল, যখন গোল্ডেন গ্লোবে জেনডেয়ার বাগদানের আংটি নজর কেড়েছিল নেটিজেনদের।
জানা গেছে, বিয়ে উদযাপন ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে রোমাঞ্চিত এ দুজন। একটি সূত্র লাইফ অ্যান্ড স্টাইলকে জানিয়েছে, স্বপ্নের বিয়ে নিয়ে দারুণ রোমাঞ্চিত জেনডেয়া। কোনো গ্রীষ্মে বধূ হওয়া তার সবসময়ের স্বপ্ন।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আসন্ন গ্রীষ্মে বিয়ে করতে পারেন এই জুটি। ইতিমধ্যে তারা ইতালিতে বিয়ের স্থান নির্ধারণের জন্য গিয়েছেন। এছাড়া লস অ্যাঞ্জেলসের বিলাসবহুল ব্যক্তিগত এস্টেটেও হতে পারে অনুষ্ঠান।
সূত্রটি আরও জানিয়েছে, বিয়ের জন্য হল্যান্ডের একটাই অনুরোধ। সূর্য অস্ত যাওয়ার সময় যেন তাদের বিয়ে হয়। কারণ এটি একটি জাদুকরী মুহূর্ত বলে মনে করেন তিনি।
জানুয়ারির শুরুতে ৮২তম গোল্ডেন গ্লোবে হাজির হয়েছিলেন জেনডেয়া। সেখানেই তার আংটি সবার নজর কাড়ে। তবে গুঞ্জনের বিষয়টি সত্য বলেই জানিয়েছে ভোগ।