নাসিম রুমি: শুধু ভারতেই নয়, সারা বিশ্বে ভক্ত রয়েছে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের। এখনকার সময়ের তাকে নিয়ে তরুণদের মাঝেও উদ্দীপনা কম নয়। সিনেমা ছাড়াও ছোট পর্দার অনুষ্ঠানে দর্শকদের সামনে আসেন অমিতাভ বচ্চন। জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তিনি। বর্তমানে অনুষ্ঠানটির ১৫তম সিজন চলছে।
গত ১৪ বছর ধরে দর্শকদের বিনোদন দিয়ে আসছে অনুষ্ঠানটি। এই শোতে দর্শকের অন্যতম আকর্ষণ অমিতাভ। অনেকেই হয়ত জানতে চান, এই শো হোস্ট করার জন্য অমিতাভ বচ্চন কত পারিশ্রমিক পান।
মানি কন্ট্রোল নামে একটি সংস্থার রিপোর্ট অনুসারে, ২০০০ সালে অনুষ্ঠানটির সঞ্চালনা করতে প্রতি পর্বের জন্য ২৫ লক্ষ রুপি দাবি করেছিলেন অমিতাভ। প্রথম সিজন থেকে পঞ্চম সিজন পর্যন্ত প্রতি পর্বের জন্য ২৫ লক্ষ করেই নিতেন অমিতাভ।
এরপর ষষ্ঠ ও সপ্তম সিজনে তিনি পারিশ্রমিক হিসেবে দেড় থেকে ২ কোটি রুপি নিয়েছিলেন। অষ্টম সিজনে তিনি পারিশ্রমিক হিসেবে নেন ২ কোটি রুপি। নবম সিজনে অমিতাভ বচ্চন নেন ২.৬ কোটি। দশম সিজনে ৩ কোটি এবং একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ সিজনের জন্য সাড়ে ৩ কোটি রুপি। এবং সবশেষ চতুর্দশ সিজনের জন্য ৪ থেকে ৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন বলে খবর।
তবে অমিতাভ বচ্চন পনেরতম সিজনে কত টাকা পাচ্ছেন তা এখনও গোপন রয়েছে।