English

19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
- Advertisement -

কেন ভারত ও দক্ষিণ আফ্রিকার ফাইনাল ম্যাচ দেখেননি অমিতাব বচ্চন?

- Advertisements -
গতকাল শনিবার ২৯ জুন দক্ষিণ আফ্রিকাকে রুদ্ধশ্বাস ম্যাচে হারায় ভারত। ১৭ বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপ হাতে পায় ভারত। ভারতের এই জয়ের উচ্ছ্বাসে এদিন ভেসে গিয়েছে গোটা দেশ। ভারতের সব শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা জানিয়েছে বিরাট কোহলির দলকে।
বাদ যাননি বিগ বি বা অমিতাভ বচ্চন।  তিনি এদিন টিম ইন্ডিয়াকে তাঁদের জয়ের জন্য শুভেচ্ছা জানান বটে, কিন্তু একই সঙ্গে বলেন যে তিনি এদিনের ম্যাচ দেখেননি। কিন্তু কেন? 

অমিতাভ বচ্চন এদিন তাঁর ব্লগে জানান ‘বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। টি২০ বিশ্বকাপ ২০২৪।

উত্তেজনা, অনুভূতি এবং উদ্বেগ। সব শেষ। আমি টিভি দেখিনি। আমি ম্যাচ দেখলেই আমরা হেরে যাই।
মাথায় আর কিছুই ঢুকছে না খালি কান্না, আনন্দ এবং টিমের সবার চোখের জল।’ 

এদিন একই সঙ্গে টুইটার (বর্তমানে এক্স) নামে পরিচিত সেখানে অমিতাভ বচ্চন লেখেন, ‘টি ৫০৫৭ কান্না আর বাঁধ মানছে না। ভারত যে আজ জিতল তাঁর সঙ্গে যেন আমি একাত্ম হয়ে গিয়েছি। ভারত মায়ের জয়। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ।

এদিন প্রথমে ব্যাট করে ভারত। তাঁরা ২০ ওভারে ১৭৭ রান তোলে। একটা সময় সেই রান চেজ করতে নেমে মনে হচ্ছিল যেন দক্ষিণ আফ্রিকা জিতে যাবে। কিন্তু সূর্য কুমার যাদবের একটা ক্যাচ হঠাতই যেন খেলার মোড় ঘুরিয়ে দেয়। অবশেষে ৭ রানে জয়ী হয় ভারত।

এদিকে অমিতাভ বচ্চনকে বর্তমানে কল্কি ২৮৯৮ এডি ছবিতে দেখা যাচ্ছে। এখানে তিনি অশ্বত্থামা চরিত্রে কাজ করেছেন। বক্স অফিসে দারুণ সাড়া পাচ্ছে এই ছবিটি। ৬০০ কোটির বাজেটে বানানো ছবিটি মাত্র তিন দিনেই ভারতীয় বক্স অফিসে ২২০ কোটি আয় করে ফেলেছে। এখানে মুখ্য ভূমিকায় প্রভাস এবং দীপিকা পাড়ুকোনকে দেখা যাচ্ছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন