নাসিম রুমি: টলিউডের বহু অভিনেতা-অভিনেত্রী বলিউডে কাজ করেছেন এবং নিজেদের অভিনয় দিয়ে সুনাম কুড়িয়েছেন। তবে, কিছু অভিনেতা এমনও আছেন যারা বলিউডে কাজের প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়েছেন। তাদের মধ্যে একজন হলেন টালিউড অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিক।
কোয়েল মল্লিক বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমির বিপরীতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। তবে, সেই ছবির প্রস্তাব গ্রহণ করেননি তিনি। কিন্তু কেন এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কোয়েল?
ইমরান হাশমি সাধারণত পর্দায় এক ধরনের উষ্ণ আবেদনপূর্ণ চরিত্রে অভিনয় করেন, যা দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়। বিশেষ করে, তার চরিত্রে থাকা মানেই বিভিন্ন যৌনদৃশ্য ও চুম্বনের দৃশ্যের উপস্থিতি। যদিও সময়ের সঙ্গে সঙ্গে ইমরান নানা ধরনের চরিত্রে অভিনয়ের চেষ্টা করেছেন, তবে তার পুরোনো ‘হটস্টার’ ইমেজ এখনও কিছুটা ধরে রেখেছেন।
তবে, এই ছবির ক্ষেত্রে কোয়েল মল্লিকের সঙ্গে ইমরানের জুটি তৈরি হওয়ার কথা ছিল। এটি ছিল ইমরান হাশমির জনপ্রিয় ছবি ‘গ্যাংস্টার’। ছবিতে ইমরানের বিপরীতে ছিলেন কঙ্গনা রানাওয়াত, কিন্তু আদতে কোয়েল মল্লিককে এই চরিত্রে কাস্ট করার কথা ছিল।
কিন্তু কেন কোয়েল সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন? এর কারণ হিসেবে তিনি জানান, ছবির বেশ কিছু দৃশ্যে চুম্বন এবং যৌনতা ছিল, যা তার অভিনয়ের ধরণের সঙ্গে পুরোপুরি মানানসই ছিল না। কোয়েল বলেছিলেন, তিনি এমন ধরনের দৃশ্যে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না এবং পরিবারের নৈতিকতার প্রতি নিজের দায়বদ্ধতা থেকেই তিনি এই সুযোগ গ্রহণ করেননি।