‘কফি উইথ করণ’-এর নতুন সিজনের একটি পর্বে অতিথি ছিলেন সময়ের আলোচিত দুই তারকা অক্ষয় কুমার ও সামান্থা রুথ প্রভু।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, অনুষ্ঠানের প্রমোতে দেখা গেছে কফি উইথ করণে অক্ষয় ও সামান্থার অভিনব এন্ট্রি। অনেকটা সিনেমার স্টাইলে প্রবেশ করেন তারা। নায়িকাকে কোলে তুলে নিয়ে আসেন নায়ক। অভিনেত্রী করণকে জানান, অক্ষয়ের কোলে উঠে যেতে তার মন্দ লাগেনি!
কফি উইথ করণের মঞ্চে নাচতেও দেখা যাবে দুই তারকাকে। বাকি সব কিছুর মতোই থাকবে র্যাপিড ফায়ার রাউন্ড। অক্ষয়ের কাছে জানতে চাওয়া হয়, স্ত্রী টুইংকেল খান্নাকে নিয়ে ক্রিস রক মশকরা করলে কী করবেন অভিনেতা? রসিকতার সঙ্গে অক্ষয়ের উত্তর, ‘ওর শেষকৃত্যের খরচ দেব। ’
বোমা ফাটিয়েছেন সামান্থাও। করণকে এই অভিনেত্রী বলেছেন, ‘লোকেদের সংসারের অশান্তির জন্য তুমিই দায়ী। সিনেমায় দেখাও কেথ্রিজি (কাভি খুশি কাভি গাম) আর বাস্তব হলো কেজিএফ। অভিনেত্রীর এই মন্তব্য শুনে লজ্জা পান সঞ্চালক করণ।
জানা যায়, আগামী বৃহস্পতিবার কফি উইথ করণের এই মজার পর্বটি দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে।