নির্বাচনী ব্যস্ততার মধ্যে সোশ্যাল মিডিয়ায় সরব রয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। এরই মধ্যে এক ব্যবসায়ীর সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখ খুলেছেন তিনি।
ইঙ্গিতপূর্ণ এক ইনস্টা স্টোরিতে শ্রাবন্তী লিখেছেন, ‘তোমাকে সবাই পাথর ছুঁড়লে, সেই পাথর তুমি তাদের দিকে ছুঁড়ে দিও না। বরং পাথরগুলো নিজের কাছে রাখো। আর তা দিয়েই মহল তৈরি কর নিজের।’
উল্লেখ্য, সম্প্রতি স্বামী রোশান সিংয়ের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে এই নায়িকার। তবে বিবাহবিচ্ছেদের খবর এখনও জানা যায়নি। কিন্তু এরই মধ্যে নতুন প্রেমের খবর ছড়িয়েছে।