নাসিম রুমি: কাঁদছে গোটা দেশ। ২৬ জন সাধারণ পর্যটকের নিধনে ক্ষোভ জমছে দেশের কোনায় কোনায়। তারকারাও পিছিয়ে নেই। পহেলগাম হামলা নিয়ে প্রতিবাদ জারি। এরই মধ্যে অর্থের ক্ষতি হবে জেনেও এক বড় সিদ্ধান্ত নিলেন গায়ক অরিজিৎ সিং।
আগামী ২৭ এপ্রিল চেন্নাইয়ে তাঁর কনসার্ট হওয়ার কথা ছিল। কিন্তু এ দিন আয়োজকদের তরফে এক বিবৃতি প্রকাশ করে, জানানো হয়, সেই কনসার্ট বাতিল করা হচ্ছে। এও জানানো হয়, এ সিদ্ধান্ত আয়োজকদের একার নয়, বরং সম্মিলিত সিদ্ধান্ত। অর্থাৎ গায়কের যে মত আছে, তা বলাই বাহুল্য।
এখানেই শেষ নয়, যারা টিকিট কেটে ফেলেছেন তাঁদের সবাইকে টাকা ফেরত দেওয়ারও ঘোষণা করা হয়। আয়োজকদের তরফে জানানো হয়, দেশে যা ঘটেছে এই পরিস্থিতি কোনও আনন্দ অনুষ্ঠানই বোধহয় কাম্য নয়। তিলোত্তমা কাণ্ডেও এভাবেই প্রতিবাদ জারি রেখেছিলেন অরিজিৎ। শ্রেয়া ঘোষালও যোগ দিয়েছিলেন এইভাবেই। একটি কনসার্ট মানে কোটি টাকার লেনদেন। তবে শোকের আবহে এ সবই যেন তুচ্ছ হয়ে গিয়েছে গায়কের কাছে। অরজিৎ সিং সিদ্ধান্তকে সবাই সাধুবাদ জািয়েছেন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার পহেলগামের বৈসরন উপত্যকার পর্যটকের উপর নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। নিহত হন কমপক্ষে ২৬ জন। এর মধ্যে বাংলা থেকেও ৩ জন রয়েছে। ইতিমধ্যেই নিহতদের দেহ এসে পৌঁছেছে এই বাংলায়। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।