English

32 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫
- Advertisement -

কী কারণে মন খারাপ আমিরের?

- Advertisements -

নাসিম রুমি: ৯০ দশকের তারকাদের মধ্যে সবার আগে যে তিনজনের নাম মাথায় আসে, তাঁরা হলেন শাহরুখ খান, সলমন খান এবং আমির খান। বলিউডের শেষ তারকা বলা হয় ত্রয়ীকে।

বলিউডের ইতিহাসে যে তারকাদের অবদান সব থেকে বেশি তাদের মধ্যে রয়েছেন শাহরুখ খান, সলমন খান এবং আমির খান। এই তারকারা ইন্ডাস্ট্রি থেকে সরে গেলে মুখ থুবড়ে পড়বে ভারতীয় সিনেমা, এমনটাই মনে করা হয়। কিন্তু এই মতামত একেবারেই সম্মতি জানাতে নারাজ আমির।

বলিউডের শেষ তারকা প্রসঙ্গে আমির খান ইনস্ট্যান্ট বলিউডকে বলেন, ‘আমরাই শেষ তারকা, এমন কোনও কথা নেই। বর্তমান বা ভবিষ্যৎ প্রজন্ম যারা আছেন, তাঁরাও আগামী দিনে বড় তারকা হয়ে উঠবেন। আমাদের পরে অনেকে আসবেন, যারা নিজেদের প্রতিষ্ঠিত করবেন বলিউডে।’

আমির বলেন, ‘একটা সময় আসবে, আমাদের কথা মনেও থাকবে না কারোর। হয়ত এখন কথাটা হাস্যকর মনে হচ্ছে, কিন্তু এমনটাই হবে। আমাদের আগের প্রজন্মের সঙ্গেও তাই হয়েছে। এই ভাবেই চলবে সবকিছু। এটাই পৃথিবীর রীতি। সময় এই ভাবেই এগিয়ে যায়।’

শাহরুখ এবং সলমনের সঙ্গে কাজ করার প্রসঙ্গে আমির বলেন, ‘একটা প্রজেক্ট নিয়ে কথাবার্তা তো চলছে। আগামী দিনের সিনেমা হিট হবে না ফ্লপ তা জানি না কিন্তু আমাদের একসঙ্গে পর্দায় দেখে যে ভীষণ খুশি হবেন দর্শকরা, এটুকু গ্যারান্টির সঙ্গে বলতে পারি।’

প্রসঙ্গত, বর্তমানে আমির ‘সিতারে জামিন পার’ সিনেমার শ্যুটিং নিয়ে ব্যস্ত। খুব শীঘ্রই এই সিনেমাটি মুক্তি পাবে। ‘লাল সিং চাড্ডা’ সিনেমার ব্যর্থতার পর এই সিনেমাটি নিয়ে ভীষণ আশাবাদী আমির। অন্যদিকে ব্যক্তিগত জীবনে নতুন গার্লফ্রেন্ডের আগমন হওয়ায় এখন বেশ ফুরফুরে মেজাজে থাকেন আমির।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন