English

26 C
Dhaka
বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
- Advertisement -

কিছু সিনেমা শুধু টাকার জন্য করেছি: প্রকাশ রাজ

- Advertisements -

নাসিম রুমি: দর্শকপ্রিয় ভারতীয় অভিনয়শিল্পী প্রকাশ রাজ। শুধু ভারত নয়, বাংলাদেশের দর্শকদের মনও জয় করেছেন এই গুণী অভিনেতা। অভিনয় ক্যারিয়ারে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে খলনায়ক চরিত্রে অভিনয় করে ঢের খ্যাতি কুড়িয়েছেন এ ভার্সেটাইল অভিনেতা।

১৯৮৮ সালে কন্নড় ভাষার চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন প্রকাশ রাজ। কন্নড়, তামিল, তেলেগু, মালায়ালাম, হিন্দি ও ইংরেজি ভাষার অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা। তবে ক্যারিয়ারে কিছু সিনেমায় অভিনয় করেছেন শুধু টাকার জন্য। ফিল্ম কম্পানিয়নকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন এই অভিনেতা।

প্রকাশ রাজ বলেন, ‘‘আমি কিছু সিনেমা টাকার জন্য করেছি। তারা আমার কাছে জানতে চায়, ‘তোমার এত তাড়া কেন?’ জবাবে বলি, ‘আমি যদি ওভার অ্যাক্টিং করতে পারি, তবে অ্যাক্টিংও করতে পারি।’ আমি বাণিজ্যিক সিনেমা ঘৃণা করি না।

কারণ এ সিনেমার দর্শক আছে, পরিচালক আছে, এ কাজের ক্ষেত্রে একই রকম শ্রম দিতে হয়। আর সেখানে ভিলেন হিসেবে আমাকে প্রয়োজন হয়।’’

পারিশ্রমিক ছাড়াও কিছু সিনেমায় অভিনয় করেছেন প্রকাশ রাজ। তা জানিয়ে এই অভিনেতা বলেন, ‘‘আমার বুদ্ধিমত্তা বলে, ‘প্রকাশ, তুমি কেন বেকুবের মতো কাজ করছো?’ আমি বলি, ‘আমার কিছু টাকা দরকার; আমি ওটা করবই।’ কিছু সময় কিছু মানুষ বলেন, ‘তুমি কেন ওই সিনেমা টাকা ছাড়া করলে?’ আমি তাদের বলি, ‘বিনামূল্যে কিছু সিনেমা করে যে পুরস্কার পাচ্ছি তা কি তোমরা দেখো না?’ আপনি এটা শুধু টাকা দিয়ে পরিমাপ করছেন। কিন্তু আমি তা করি না। আমি আমার নিজের ইচ্ছায় বাঁচি।’’

ভারতের বেঙ্গালুরুতে জন্ম ও বেড়ে উঠা প্রকাশ রাজের। বেঙ্গালুরুর কালচারাল সেন্টার রবীন্দ্র কালক্ষেত্রে সময় কেটেছে তার। পরবর্তীতে টেলিভিশনে কাজ শুরু করেন তিনি। এর আগে এক সাক্ষাৎকারে প্রকাশ রাজ বলেছিলেন, ‘থিয়েটারের এই সময়টা আমার স্বর্ণ যুগ ছিল।

আমি কখনো চলচ্চিত্রে আসতে চাইনি। আমি বিশ্বাস করি, চলচ্চিত্র বাণিজ্যিক কিন্তু সৃজনশীল নয়। সত্যি বলছি, থিয়েটারের সঙ্গে বাঁচতে চেয়েছিলাম। কিন্তু হয়নি বরং ধীরে ধীরে টেলিভিশনের সঙ্গে যুক্ত হয়ে যাই। তখন প্রতিদিন ২৫০ রুপি পারিশ্রমিক পেতাম এবং ২০ রুপি যাতায়াত ভাড়া পেতাম।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন