English

26 C
Dhaka
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫
- Advertisement -

কিং খানের অজানা গল্প তুলে ধরলেন আক্রাম

- Advertisements -

নাসিম রুমি: অভিনেতা শাহরুখ খান, যিনি কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালিকও বটে, তাঁকে নিয়ে না-শোনা, অজানা কাহিনি প্রকাশ্যে এনেছেন পাকিস্তানের প্রাক্তন বোলার ওয়াসিম আক্রাম।

তিনি শুধু কিং খান নন। দলের প্রয়োজনে আলাদিনও হতে পারেন! অভিনেতা শাহরুখ খান, যিনি কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালিকও বটে, তাঁকে নিয়ে না-শোনা, অজানা কাহিনি প্রকাশ্যে এনেছেন পাকিস্তানের প্রাক্তন বোলার ওয়াসিম আক্রম।

পহেলগামে জঙ্গি নাশকতাকে কেন্দ্র করে দ্বিপাক্ষিক সম্পর্কের পারদ ক্রমশ চড়ছে। বাদ নেই খেলার ময়দানও। শোয়েব আখতারের ইউটিউব অ্যাকাউন্ট সম্প্রতি নিষিদ্ধ করেছে কেন্দ্র। সীমান্তের ওপ্রান্ত থেকে নাগাড়ে আলটপকা মন্তব্য করে উত্তেজনা বাড়াচ্ছেন শহিদ আফ্রিদি। এপ্রান্ত থেকে পাল্টা আক্রমণ শানিয়েছেন শ্রীবৎস গোস্বামীর মতো ক্রিকেটার।

এই আবহে নিজের কেকেআর-যাপন নিয়ে স্মৃতিচারণ করেছেন ওয়াসিম। যিনি ২০১০ সালে দলের বোলিং কোচ হিসেবে যোগ দেন। ২০১৬ পর্যন্ত কলকাতার ডাগ আউটে বসেছেন। ২০১২ এবং ২০১৪ সালে আইপিএল খেতাব জেতার কাণ্ডারী ছিলেন আক্রম। সেই সূত্রেই শাহরুখকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা হয় তাঁর।

এই নিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে পুরনো দিনের কথা তুলে ধরেন পাকিস্তানের প্রাক্তন পেসার। বলেন, ‘২০১২ সালের ঘটনা। আমাদের নক আউট খেলা ছিল কলকাতায়। মনে আছে, অনেক জায়গা ঘুরে আমাদের খেলতে আসতে হত। শাহরুখ খান সেখানে ছিলেন। তাই তাঁকে জিজ্ঞেস করি, ‘খান সাহেব, একটা অনুরোধ জানাতে চাই। এত দূর জার্নি করলে ছেলেরা বড্ড ক্লান্ত হয়ে পড়বে। কাল পৌঁছব, পরশু ম্যাচ। তাই যদি কোনও প্রাইভেট বিমানের ব্যবস্থা করা যায় তো খুব ভাল হয়।‘

একথা কানে যেতে ঠিক কী বলেছিলেন কিং খান? জবাবটা আক্রমের স্মৃতিতে আজও অমলিন। শাহরুখ দলের বোলিং কোচের আবদার শোনামাত্র মন্তব্য করেন, ‘ছেলেরা ক্লান্ত হয়ে পড়বে? কোনও অসুবিধে নেই।‘ এটুকুই। এরপর আক্রম দেখতে পান, দলকে উড়িয়ে নিয়ে যেতে আস্ত বোয়িং প্লেন হাজির। সেটাও আবদার পেশের এক ঘণ্টার মধ্যে!

বাদশার এমন রাজকীয় সৌজন্যের মান রেখেছিল নাইট ব্রিগেড। ওই বছরই চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএল জেতে কলকাতা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন