English

25 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

কিংবদন্তি মারিয়া মেন্দিওলা আর নেই

- Advertisements -

ডিস্কো ক্ল্যাসিক সংগীত ‘ইয়েস স্যার, আই ক্যান বুগি’র গায়িকা মারিয়া মেন্দিওলা আর নেই। শনিবার (১১ সেপ্টেম্বর) ৬৯ বছর বয়সে মাদ্রিদের নিজ বাসভবনেই শেষ নিশ্বাস ত্যাগ করেন স্প্যানিশ এ গায়িকা।

খবরটি নিশ্চিত করেছে তার ‘বাকারা’ ব্যান্ডের অন্য সদস্য।

তার ব্যান্ডের সহশিল্পী ক্রিস্টিনা সেভিয়া ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে লেখেন, ‘মারিয়া চমৎকার একজন শিল্পী, কিন্তু তার আগে সে আমার বন্ধু। সে চলে গেছে। তোমার জন্য অনেক ভালোবাসা যেমনটা আমি তোমার কাছ থেকে পেয়েছি। ’

সত্তরের দশকে আরেক গায়িকা মেয়তে মাতেওসকে নিয়ে যুগল ব্যান্ড ‘বাকারা’ গড়ে তোলেন মেন্দিওলা। তখন দু’জনেই ছিলেন ফ্লামেঙ্কো নৃত্যশিল্পী। নাচে ফুয়ের্তেভেন্তুরা দ্বীপের পর্যটকদের বিনোদিত করতেন তারা।

এক সময় যুক্তরাজ্যের আরসিএ রেকর্ডের সঙ্গে চুক্তি করেন মেন্দিওলা-মাতেওস। এরপর প্রথম সিঙ্গেল ‘ইয়েস স্যার, আই ক্যান বুগি’ উপহার দেন তারা। গানটির ১৬ মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়। যুক্তরাজ্যসহ ইউরোপের দশটি দেশের চার্টের শীর্ষেও ছিল গানটি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন