বলিউডে বহুবার বিভিন্ন সময় উঠে এসেছে কাস্টিং কাউচ প্রসঙ্গ। সম্প্রতি এক সংবাদমাধ্যমের কাছে কাস্টিং কাউচ সম্পর্কে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী সামিরা রেড্ডি। ক্যারিয়ারের প্রথম দিকে এই ঘটনার সম্মুখীন হয়েছিলেন তিনি। এক সময় বলিউডে বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন। একটি সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে মুখ খুলেন। সামিরা বলেন, আমি একটি ছবিতে অভিনয় করছিলাম এবং হঠাৎ আমাকে বলা হল যে একটি চুম্বনের দৃশ্য যোগ করা হয়েছে। প্রথমে এই দৃশ্যটি ছিল না। ছবির নির্মাতারা তখন আমাকে বোঝানোর জন্য বলেছিলেন, ‘তুমি তো মুসাফির ছবিতেও এটা করেছ’।
আমি বলেছিলাম, তার মানে এটা নয় যে, আমি সব ছবিতেই করব। এরপরে সে নির্মাতা আমায় বলেছিলেন বিষয়টি দেখো এবং মনে রেখো তুমি কিন্তু ছবি থেকে বাদ পড়তে পারো।
আরও একটি ঘটনার কথা শেয়ার করেছেন তিনি। এক অভিনেতা সামীরাকে একঘেঁয়ে এবং অমিশুক বলে ডেকেছিলেন। সামীরা বলছেন, একজন অভিনেতা আমায় বলেছিলেন, ‘তুমি খুব অমিশুক। তুমি মজা করতে পারো না। আমি জানিনা তোমার সঙ্গে আগামিতে আর কোনো ছবিতে অভিনয় করব কিনা।
এসব কারণেই ধীরে ধীরে বলিউড থেকে সরে যান বলে জানান এই অভিনেত্রী।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন