নাসিম রুমি: ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় দুই বিদেশিসহ অন্তত ২৬ পর্যটক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৭ জন। এই মর্মান্তিক ঘটনায় অনেকেই উদ্বেগ ও সমবেদনা জানিয়েছেন। ভয়াবহ এ হামলার একদিন পর প্রতিক্রিয়া জানিয়েছে বলিউড ভাইজান’খ্যাত সালমান খান।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বার্তায়া প্রতিক্রিয়া জানিয়েছেন।
সালমান বলেন, ‘পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীর নরকে পরিণত হচ্ছে। নিরীহ-নিরপরাধ মানুষদের অন্যায়ভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে। ’
পহেলগামে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এই অভিনেতা আরও বলেন, ‘নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একজন নিরপরাধ মানুষকে মারা, পুরো বিশ্বকে শেষ করে দেওয়ার সমান।
এদিকে, বন্দুকধারীদের হামলার ঘটনার প্রতিবাদে কাশ্মীরজুড়ে সকল ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এর প্রভাব পড়েছে ওই অঞ্চলের গণপরিবহন ব্যবস্থায়ও। পহেলগামের ওই হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ২৬ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আহতদের সংখ্যা অনেক, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পহেলগাম থেকে তিন মাইল দূরে পাহাড়ের চূড়ায় অবস্থিত বৈসারণে এই হামলার ঘটে। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।