English

30 C
Dhaka
সোমবার, মার্চ ১৭, ২০২৫
- Advertisement -

কার সঙ্গে প্রেম করছেন টম ক্রুজ

- Advertisements -

নাসিম রুমি: কিছুদিন ধরেই গুঞ্জন, অভিনেত্রী আনা ডে আরমাসের সঙ্গে প্রেম করছেন টম ক্রুজ। দুই তারকাকে একসঙ্গে দেখার পরই এ গুঞ্জন চাউর হয়। গতকাল লন্ডনে আবারও প্রকাশ্যে দেখা গেল কথিত এই প্রেমিক যুগলকে।

এদিন লন্ডনে দুই তারকাকে বেশ খোশমেজাজে দেখা যায়। ৬২ বছর বয়সী টম কালো জিনস আর বাদামি টি-শার্ট পরেছিলেন। ৩৬ বছর বয়সী আরমাসের পরনে ছিল লম্বা কালো কোট আর সাদা টপ।

চলতি বছর ভালোবাসা দিবসে টম ও আরমাসের প্রেমের গুঞ্জন ব্যাপকভাবে চাউর হয়। সে সময়ে লন্ডনেই প্রথমবার একসঙ্গে দেখা যায় তাঁদের।

এরপর গুঞ্জন ছড়িয়ে পড়তে সময় লাগেনি। তবে প্রেম নিয়ে টম বা আরমাস আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। তাঁদের প্রেমের গুঞ্জন যখন কিছুটা স্তিমিত হয়ে আসছে, তখনই আবার প্রকাশ্যে পাওয়া গেল দুই তারকাকে।

কয়েক মাস ধরেই নতুন সিনেমার শুটিংয়ে লন্ডনে আছেন টম। মনে করা হচ্ছে, তাঁকে সঙ্গ দিতেই মাঝেমধ্যে লন্ডনে ছুটে আসেন আরমাস। সম্পর্ক নিয়ে দুই তারকার মুখপাত্রের কাছে মন্তব্য জানতে চেয়েছিল পিপল, তবে সাড়া মেলেনি।

এর আগে ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত বেন অ্যাফ্লেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন আরমাস। সে সম্পর্ক ভাঙার পর অভিনেতা পল বুকেডাকিসের সঙ্গে প্রেম হয় আরমাসের, তবে সে সম্পর্কও টেকেনি।

অন্যদিকে ২০১২ সালে কেটি হোমসের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পর অনেকের সঙ্গেই টমের প্রেমের কথা শোনা গেছে। কোনো সম্পর্কেই থিতু হননি ‘মিশন: ইমপসিবল’ তারকা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন