নাসিম রুমি: এই প্রজন্মের বলি নায়কদের মধ্যে সবার ফেভারিট কার্তিক আরিয়ান। প্রযোজকদের পছন্দের লিস্টে একদম উপরের দিকে রয়েছেন তিনি, কারণ বক্স অফিসে তাঁর উপর বাজি লাগানো ফায়দার। অন্যদিকে বলিউডের অন্যতম জনপ্রিয় সুপারস্টার শাহরুখ খান। পর্দায় একসঙ্গে দেখা যায়নি দুজনকে। তবে আইফার জমকালো আসর মিলিয়ে দিল তাঁদের।
শুক্রবার সন্ধ্যায় মুম্বইয়ে আইফা ২০২৫-এর প্রি-ইভেন্টে হাজির ছিলেন শাহরুখ খান ও কার্তিক আরিয়ান।
এই বছর আইফা অ্যাওয়ার্ডসে লাগবে রাজস্থানের রঙ। কারণ জয়পুরে বসতে চলেছে আইফার ২৫তম সংস্করণের আসর। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকহেন কর্তিক। তাই সিনিয়র শাহরুখের কাছ থেকে অ্যাঙ্করিং-এর টিপস নিলেন নায়ক। শুধু তাই নয়, শাহরুখ কার্তিককে রীতিমতো রাজস্থানি ভাষাও শেখলেন।
শাহরুখ বলেন, ‘কার্তিক আইফার ২৫তম সংস্করণের সঞ্চালনা করতে যাচ্ছেন। যাতে আমি তাঁর হাতে ব্যাটন তুলে দিতে পারি, জয়পুরে কীভাবে শুরু করবেন সেটা আমি ওকে শিখিয়ে দিতে পারি।’ এরপর ‘পাধারো মারে দেশ’, ‘খাম্মা গনি’-র স্থানীয় বাক্যবন্ধ কার্তিককে শেখালেন কিং খান।