English

25 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫
- Advertisement -

কারও গায়ে হাত তোলাটা অনুচিত: শ্রীলেখা

- Advertisements -

অস্কারের পুরস্কারের মঞ্চে স্ত্রীকে নিয়ে চটুল রসিকতার ‘শাস্তি’ হিসেবে সোজাসুজি মঞ্চে উঠে গিয়ে সঞ্চালক কমেডিয়ান ক্রিস রককে সপাটে চড় মারেন উইল স্মিথ! এতে স্তব্ধ হয়ে যায় কোটি কোটি দর্শক। এ ঘটনায় প্রিয় নায়ক উইল স্মিথের বিরোধিতাই করলেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

শ্রীলেখা বলেন, কোনও কিছুর বিরোধিতা করার জন্য কারও গায়ে হাত তোলাটা অনুচিত। হিংসাকে কখনওই সমর্থন করব না। ক্রিস তো কেবল রসিকতা করছিলেন। ব্যক্তিগত আক্রমণ করতে চাননি তিনি। তার জন্য এভাবে প্রতিবাদ জানানোর কী দরকার ছিল স্মিথের?

শ্রীলেখার দাবি, নিজের স্ত্রী জাডা পিঙ্কেটকে নিয়ে মস্করা হজম করতে না পেরে উইল প্রতিবাদ জানিয়ে ভাল করেছেন। কিন্তু তা বলে ক্রিসকে সটান চড় না মারলেও চলত। অন্য ভাবেও এর প্রতিবাদ করা যেত। নায়িকার কথায়, ‘অনুষ্ঠান চলাকালীন অস্কারের মঞ্চে উঠে সকলের সামনে গায়ে হাত তুলতে পারেন না স্মিথ। তার পরে গালিগালাজ করাটাও দৃষ্টিকটু লাগল আমার।’

ওপার বাংলার এই অভিনেত্রীর মতে, এই ঘটনাটি কোথাও গিয়ে স্মিথের ক্ষমতা প্রকাশের দিকটি ফুটে উঠেছে। শ্রীলেখার কথায়, ‘মানুষ নিজের ব্যাপারে, নিজের পরিবারের ব্যাপারে সংবেদনশীল। সেটা ঋতুদার (ঋতুপর্ণ ঘোষ) সময়েও দেখেছি। মীর (আফসার আলি) যখন ঠাট্টা করত, উনি প্রতিবাদ করেছিলেন। কিন্তু স্মিথের প্রতিবাদের ধরন তো সে রকম নয়! নিজের ক্ষমতার প্রকাশ ঘটালেন যেন তিনি।’

এদিকে, পুরস্কারের মঞ্চে সঞ্চালককে চড় দেওয়ার এ ঘটনার নিন্দা করেছে অস্কার ফিল্ম একাডেমি। অস্কার পুরস্কারের উদ্যোক্তা এ প্রতিষ্ঠান ঘটনাটির একটি আনুষ্ঠানিক পর্যালোচনাও শুরু করার কথা জানিয়েছে।

অস্কার ফিল্ম একাডেমি এক বিবৃতিতে জানিয়েছে, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আইন এবং একাডেমির অনুসৃত মানদণ্ড অনুযায়ী পরবর্তী পদক্ষেপ ও করণীয় খুঁজে দেখা হবে। এদিকে, ঘটনার পর দর্শকসারিতে নিজের আসনে গিয়ে স্মিথ চিৎকার করে বলেন, ‘আমার স্ত্রীর নাম মুখে নেবে না।’ ওই ঘটনার সঙ্গে সঙ্গে অস্কারের অনুষ্ঠানের সাউন্ড সিস্টেম কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়। যদিও অপ্রত্যাশিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন ক্রিস রক।

উইল স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেট স্মিথের চুলের স্টাইল নিয়ে মজা করেছিলেন ক্রিস। তাকে চড় দেওয়ার জন্য পরে ক্ষমাও চেয়েছেন উইল স্মিথ। এ বছর ‘কিং রিচার্ড’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন উইল স্মিথ। ছবিতে টেনিস কিংবদন্তি ভেনাস ও সেরেনা উইলিয়ামের বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি। সেরা অভিনেতার পুরস্কার নিতে গিয়ে অস্কারের মঞ্চে উইল স্মিথ বলেন, ‌‘আমি অ্যাকাডেমির কাছে ক্ষমা চাইছি।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন