কান চলচ্চিত্র উৎসবের লালগালিচা মাতিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এবার উৎসবের বিচারকের ভূমিকায় দেখা যাবে তাকে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্থান টাইমস। ৭৫তম কান উৎসবে জুরি বোর্ডের নেতৃত্ব দেবেন ফরাসি অভিনেতা ভিনসেন্ট লিনডন।
কানাড়া ছবি ‘ঐশ্বরিয়া’ দিয়ে চলচ্চিত্র ক্যরিয়ার শুরু করেন দীপিকা। শাহরুখ খানের বিপরীতে ‘ওম শান্তি ওম’ দিয়ে বলিউড দীপিকার অভিষেক। এরপর ‘রামলীলা’, ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’, ‘পিকু’, ‘চেন্নাই এক্সপ্রেস’সহ বেশ কয়েকটি সফল হিন্দি ছবি উপহার দিয়েছেন তিনি। হলিউডের ছবিতেও কাজ করেছেন মিষ্টি হাসির এই অভিনেত্রী।
বর্তমানে দীপিকার হাতে আছে শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’, হৃত্বিক রোশেনের সঙ্গে ‘ফাইটার’ ও ‘বাহুবলী’খ্যাত তারকা প্রভাসের সঙ্গে ‘প্রজেক্ট কে’ ছবির কাজ।