নাসিম রুমি: কান চলচ্চিত্র উৎসবে এ বছর দেখা দেবেন হলিউড তারকা টম ক্রুজ। উৎসবের দ্বিতীয় দিন লালগালিচা হয়ে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে হাজির হবেন তিনি। এদিন রয়েছে তার নতুন সিনেমা ‘মিশন : ইমপসিবল : দ্য ফাইনাল রেকনিং’-এর অফিশিয়াল প্রদর্শনী।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে হলিউড সুপারস্টার টম ক্রুজের কানে উপস্থিত হওয়ার খবর নিশ্চিত করেছে কান চলচ্চিত্র উৎসব কর্র্তৃপক্ষ। এ ছাড়া তারা জানিয়েছে, উৎসবের প্রথম দিন, উদ্বোধনী আসরে আজীবন সম্মাননা ও সম্মানসূচক পাম দ’র প্রদান করা হবে কিংবদন্তিমার্কিন অভিনেতা, পরিচালক ও প্রযোজক রবার্ট ডি নিরোকে।
আসছে ১৩ মে ফ্রান্সের কান শহরে শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসর। শহরের পালে দ্য ফেস্টিভাল ভবনে হবে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান।
উৎসব শেষ হবে ২৪ মে। দ্বিতীয় দিনে টম ক্রুজের সঙ্গে উপস্থিত থাকবেন তার দীর্ঘদিনের সহযোদ্ধা পরিচালক ও চিত্রনাট্যকার ক্রিস্টোফার ম্যাককোয়ারি এবং মিশনের টিম।
টম ক্রুজ প্রথমবার কানে হাজির হয়েছিলেন ১৯৯২ সালে, রন হাওয়ার্ডের ছবি ‘ফার অ্যান্ড অ্যাওয়ে’-এর উদ্বোধনী প্রদর্শনীতে। দীর্ঘ বিরতির পর ২০২২ সালে তিনি আবার কানে ফিরেছিলেন ‘টপ গান : ম্যাভরিক’ নিয়ে। সেই সফর ছিল স্মরণীয়। সেবার তাকে দেওয়া হয় সম্মানসূচক পাম দ’র।