English

18 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
- Advertisement -

কানাডা ফিরে যাচ্ছেন মুনমুন

- Advertisements -

গত বছর মে মাসে কানাডায় কন্যাসন্তানের মা হয়েছিলেন রুমানা মালিক মুনমুন। এরও দুই বছর আগে থেকে কানাডাতেই বসবাস করছিলেন এই উপস্থাপিকা-মডেল ও অভিনেত্রী। আড়াই বছর পর নভেম্বরে দেশে ফিরেছিলেন। এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘তোমার জন্য রান্না’র ২৬ পর্ব উপস্থাপনা করেন তখন।

দেশে ফিরেই মুনমুন মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’-এর একটি পর্বে অংশ নেন। এখানে মুনমুন তার জীবনের অনেক অজানা গল্পের কথা জানিয়েছেন। জানা গেছে, আসছে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত মুনমুন দেশেই থাকবেন। মনের মতো কোনো অনুষ্ঠান সঞ্চালনার প্রস্তাব পেলে করবেন।

পরে আরো কয়েকটি অনুষ্ঠান উপস্থাপনায় দেখা গেছে তাঁকে। ছয় মাস ছুটি কাটানোর পর ফের কানাডা ফিরে যাচ্ছেন মুনমুন। ৩১ মে ঢাকা ছাড়বেন তিনি। মুনমুন বলেন, ‘সময়টা দারুণ কেটেছে। একদিকে সন্তান সামলেছি, আবার কাজও করেছি। আমাকে সহযোগিতা করেছেন সবাই। আবার কবে দেশে ফিরব তা এখনই বলতে পারছি না। তবে সুযোগ পেলে অবশ্যই বারবার মাতৃভূমিতে আসব। ’

২০০৬ সালে তিনি লাক্স চ্যানেল আই সুপারস্টারের তৃতীয় রানার-আপ হন মুনমুন। ২০০৭ সাল থেকে মুনমুন টেলিভিশন রিয়ালিটি শো লাক্স চ্যানেল আই সুপারস্টার উপস্থাপনা করছিলেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন