নাসিম রুমি: কাতার মাতাতে বাংলাদেশ থেকে উড়ে যাচ্ছেন একঝাঁক তারকা। ৩১ মার্চ কাতারে অনুষ্ঠিত হবে ‘লাইভ মেগা কনসার্ট’। এতে গান পরিবেশন করবেন— মনির খান, আঁখি আলমগীর, ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কণা, বেলাল খান, সাথী খান, বেলি আফরোজ, মুন ও আরফিন রুমি।
সংগীতশিল্পী ছাড়াও কনসার্টটিতে উপস্থিত থাকবেন ঢালিউড কুইন অপু বিশ্বাস ও ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ।
এই কনসার্টের আয়োজন করছে কাতারের ‘স্যান্ড সিটি সার্ভিস’। আয়োজকদের অন্যতম সদস্য শাহাদাত হোসেন বলেন, “কাতারে বাংলাদেশি প্রবাসীদের জন্য এই কনসার্টের আয়োজন করা হয়েছে। এর আগে কাতারে এত বড় আয়োজন হয়েছে বলে মনে হয় না।”
ভিভিআইপি, গোল্ড ও সিলভার— তিন ধরনের টিকিট রাখা হয়েছে। এর মধ্যে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে, বেশ সাড়া পাচ্ছেন বলেও জানিয়েছেন শাহাদাত হোসেনে।
এশিয়ান টাউন এম্ফিথিয়েটারে অনুষ্ঠিত হবে কনসার্টটি। ভেন্যুর গেট খোলা হবে বিকেল ৫টায়। শো শুরু হবে সন্ধ্যা ৭টায়। কনসার্টটি উপস্থাপনা করবেন শান্তা জাহান।