ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। অভিনয়ের দক্ষতা দেখিয়েছেন বড়পর্দাতেও। সম্প্রতি ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার- ২০১৯’র সেরা খল অভিনেতা হিসেবে পুরস্কার জিতেছেন তিনি। বর্তমানে তিনি ব্যস্ত আছেন একাধিক নাটক ও ওয়েব সিরিজের কাজে। কাজ ও সমসাময়িক বিষয়ে নিয়ে দৈনিক আমাদের সময় অনলাইন-এর সঙ্গে কথা বলেছেন তিনি।
‘সাপলুডু’ ছবির জন্য সেরা খল অভিনেতার পুরস্কার পাচ্ছেন। কেমন লাগছে? উত্তরে জাহিদ হাসান বলেন, ‘যে কোনো প্রাপ্তিই আনন্দের। আর জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো পুরস্কার, কাজের প্রতি দায়িত্বটা আরও বাড়িয়ে দেয়। এ নিয়ে তৃতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছি। একজন অভিনেতার জীবনে এটি অনেক বড় পাওয়া। কাজের স্বীকৃতি পেলে, পরিশ্রম স্বার্থক মনে হয়।’
এ নিয়ে দ্বিতীয়বারের মতো খল অভিনেতার পুরস্কার পাচ্ছেন। খল অভিনেতা হিসেবে এখন থেকে কি নিয়মিতই দেখা যাবে? উত্তরে তিনি বলেন, ‘এটা নির্মাতারা ভালো বলতে পারবেন। আমি গল্প ও চরিত্র দেখে অভিনয় করি। এখন নির্মাতারা যদি খল অভিনেতা হিসেবে আমাকে চূড়ান্ত করে আর গল্পটি আমার মনে মতো হয়, তবে অভিনয়ে রাজি হই। অভিনেতা হিসেবে সব সময় সৎ থাকার চেষ্টা করি। পর্দায় নিজের চরিত্র সঠিকভাবে ফুটিয়ে তোলার প্রাণপণ চেষ্টা করি।’
ওয়েব সিরিজ ‘মাফিয়া’র কাজ কতদূর? উত্তরে জাহিদ হাসান বলেন, ‘আগামী ২০ ডিসেম্বর এর শুটিং শুরু হবে। এর আগে, টানা ৭দিন এর প্রথম লটের কাজ করেছি। শাহিন সুমনের পরিচালনায় এটি নির্মিত হচ্ছে অপরাধ জগতের ব্যক্তিদের রহস্যময় জীবনযাপন নিয়েই। আশা করি, এটি সবার ভালো লাগবে। কারণ এর গল্পটা অনেক শক্তিশালী।’
নাটকের কাজ কতদুর? জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি। বেশ কিছু ধারাবাহিকের কাজ চলছে। সঙ্গে একক নাটকের কাজও করছি।’
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন