নাসিম রুমি: গিয়াস উদ্দিন সেলিমের ছবিতেই নিজের অভিষেক হতে যাচ্ছে। আসছে ঈদেই মুক্তি পাবে তার প্রথম ছবি ‘কাজলরেখা’।
ঈদে নিজের ছবি মুক্তি নিয়ে কাজলরেখা’র কেন্দ্রীয় চরিত্রের মন্দিরা চক্রবর্তী বলেন, ‘আমি মনে করি সব ধরনের ছবিই মানুষ দেখবেন। তাই আলাদা করে এটাও বলা মুশকিল কোন ছবিটি চলবে। তাই চ্যালেঞ্জ নেয়াটা সবচেয়ে জরুরি। এই ছবিটি আমার জীবনে এক স্বপ্ন পূরণের মতোই। দর্শকের মনে যেন কাজলরেখা হয়ে উঠতে পারি সেই দোয়াই চাই সবার কাছ থেকে।’
ক্যারিয়ারে লম্বা রেসের জন্যই প্রস্তুত করছেন নিজেকে। মন্দিরা বলেন, ‘অনেকেই প্রশ্ন করছে যে আমি হয়ত একটি দুটি মুভি করেই অন্যদের মতো আবার ব্যাকফুটে চলে যাবো। কিন্তু না। এসব ব্যাপারে আমি খুবই দৃঢ় প্রতিজ্ঞা করেই কাজ করছি। চলচ্চিত্রকে ভালবেসেই অনেকদূর এগোতে চাই।’ এমনকি চলচ্চিত্রের একটি দারুণ অবস্থানের জন্য ৩ বছর সময়ও নিলেন তিনি।
এ প্রসঙ্গে মন্দিরা আরো বলেন, ‘ধরতে পারেন ৩ বছরের ভেতরে চলচ্চিত্রের একটি অপরিহার্য অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই।’ কাজলরেখা’র প্রচারণার কাজে একাধিক চ্যানেলসহ গণমাধ্যমে ছুটে বেড়াচ্ছেন মন্দিরা। ক্লান্ত লাগছে কি না? এ প্রশ্নে একগাল হেসে তিনি বলেন, ‘ছবিটি নিয়ে প্রচুর পরিশ্রম করেছি। এখন এর ক্যাম্পেইনে। ক্লান্ত লাগলেও মানসিক শক্তি আছে। এক দারুণ প্রাপ্তির অপেক্ষায়! ছবি মুক্তির আগ অব্দি এই উত্কণ্ঠা থাকবে জানি। তাই আমি নিজে এখন কাজলরেখাকে নিয়ে দৌড়াচ্ছি বলতে পারেন।’