English

17 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

কাকে সম্মান হরণকারী বললেন বিজরী

- Advertisements -

নব্বই দশকের দাপুটে অভিনেত্রীদের একজন বিজরী বরকতুল্লাহ। অভিনয়ের মুগ্ধতা ছড়িয়েছেন দর্শকমহলে। যদিও এখন আগের মতো অভিনয়ে খুব বেশি সরব নন তিনি। কিন্তু বিভিন্ন সময় বিশেষ কাজ নিয়ে দর্শকদের হাজির হন এই অভিনেত্রী।

এদিকে, বিজরী বরকতুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ সক্রিয়। প্রায়ই সময় বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করে থাকেন। কথা বলেন নিজের কাজ ও ব্যক্তিজীবন নিয়ে। তবে এবার কারো নাম উল্লেখ না করে এই অভিনেত্রী বলেন, ‘তিনি সম্মান হরণকারী, তথাকথিত প্রগতিশীল ও অপপ্রচারকারী।’

তবে ঠিক কাকে উদ্দেশ করে এমনটা লিখেছেন, তা জানা যায়নি। আর এ বিষয়ে অভিনেত্রীও আছেন নীরব।

বিজরী বরকতুল্লাহর কথায়, ‘যিনি নিজ প্রচারের ক্ষেত্রে অযথাই অত্যাধিক প্রাধান্য পেতে চান, তিনি ক্যামেরা দেখলেই যেচে অবলিলায় অনেক কথাই বলেন সত্য-মিথ্যা মিলিয়ে। তিনি মানসিকভাবে বিকারগ্রস্ত, অপ্রকৃতস্থ ও স্থিতিশীল নন। কিন্ত কিছু ভিউ বাণিজ্যের আশায় যিনি তার কথা যাচাই-বাছাই ছাড়াই তা গণমাধ্যমে প্রচার করেন, তিনি সম্মান হরণকারী, তথাকথিত প্রগতিশীল ও অপপ্রচারকারী।’

অভিনেত্রীর এমন স্ট্যাটাসে অনেকেই মন্তব্যের ঘরে কারণ বা কাকে উদ্দেশ করে লেখা- জানতে চেয়েছেন। তাতে অবশ্য খানিকটা নীরব ভূমিকাতেই দেখা গেছে বিজরী বরকতুল্লাহকে। ফলে সেখানে নেটিজেনরা তাদের মতো করে বিভিন্ন তারকাকে ইঙ্গিত করে কথা বলছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন