নাসিম রুমি: আরবাজ়-পুত্র আরহানের পডকাস্ট অনুষ্ঠানে অতিথির আসনে সলমন। নিজের মনের কথা উজাড় করবেন তিনি। সেই অনুষ্ঠানের একটি ঝলক নিজেই ভাগ করে নিয়েছেন ভাইজান।
সলমন খানকে নিয়ে তাঁর অনুরাগীদের আগ্রহের শেষ নেই। পর্দায় তাঁর ছবি এলে মুহূর্তে প্রেক্ষাগৃহ ভরে যায়। পর্দার বাইরেও তাঁর চলাফেরা, কথা বলার ধরনেও কুপোকাত অনেকে। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও জানতে কৌতূহলী অনেকেই। তবে সেই ভাবে কোনও সাক্ষাৎকারে আজকাল ধরা দেন না অভিনেতা। কিন্তু এড়াতে পারেননি নিজের ভাইপো আরহান খানকে।
আরবাজ়-পুত্র আরহানের পডকাস্ট অনুষ্ঠানে অতিথির আসনে সলমন। নিজের মনের কথা উজাড় করবেন তিনি। সেই অনুষ্ঠানের একটি ঝলক নিজেই ভাগ করে নিয়েছেন ভাইজান। সেই ভিডিয়োতে সলমনের তরুণ বয়সের টুকরো টুকরো মুহূর্ত তুলে ধরা হয়েছে। কোথাও তিনি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। কোথাও তাঁকে দেখে অনুরাগীরা উন্মাদনায় মেতেছেন। এর মধ্যেই ভাইপো আরহানকে জীবনের পরামর্শও দিয়েছেন তিনি।
সলমনের স্পষ্ট নির্দেশ, জীবনে যা-ই হোক, পরিবারই সবার আগে। ভাইজান বলেন, “সব সময়ে পরিবার ও বন্ধুদের পাশে থাকবে। এটা সারা জীবন তোমাকে করেই যেতে হবে।” ৫৯ বছর বয়সে এসেও নিজেকে নানা পরামর্শ দেন অভিনেতা। একটি পরামর্শ তিনি দেন ভাইপোকেও। বলেন, “আমি নিজেকে একটা পরামর্শ দিই। সেই পরামর্শই তোমাকে দেব। এই পরামর্শ শুনে হয়তো তুমি আমাকে ঘৃণা করবে। আমি নিজেকে এই পরামর্শ আরও রূঢ় ভাবে দিয়ে থাকি। জীবনে কাউকে এক বার ক্ষমা করা যায়, দু’বার ক্ষমা করা যায়। তিন বার হয়ে গেলে বুঝবে, সব শেষ।”
সলমন এই মুহূর্তে তাঁর আসন্ন ছবি ‘সিকন্দর’-এর শুটিং নিয়ে ব্যস্ত। লরেন্স বিশ্নোইয়ের তরফ থেকে একের পরে এক হুমকি এলেও কোনও ভাবেই কাজ থামিয়ে রাখেননি তিনি। চলতি বছর ইদে মুক্তি পাবে ‘সিকন্দর।