English

17 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
- Advertisement -

‘কলঙ্ক’ নিয়ে হাজির রায় শ্রীপর্ণা

- Advertisements -

দর্শকদের জন্য গান নিয়ে হাজির জনপ্রিয় কণ্ঠশিল্পী রায় শ্রীপর্ণা। এবার ‘কলঙ্ক’ শিরোনামের এ গানটি শিল্পীর ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। প্রকাশের পরই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এটি। ২৬ জুলাই বিকেলে কণ্ঠশিল্পীর ‘রায় শ্রীপর্ণা (Roy Sreeparna)’ ইউটিউব চ্যানেলে ‘কলঙ্ক’ গানটি প্রকাশ পেয়েছে।

চলতি বছরের ১৬ জুন ‘জান নিসার’ শিরোনামে রায় শ্রীপর্ণার গানটি ইউটিউবে রীতিমতো ঝড় তোলে। সেই জনপ্রিয়তার রেশ না কাটতেই ‘কলঙ্ক’ নিয়ে এলেন তিনি।

‘কলঙ্ক’ গানটির সংগীতায়োজন করেছেন পার্শ্বিক ঘোষ। গানটির ভোকাল রায় শ্রীপর্ণা। অডিও মিক্সিং অ্যান্ড মাস্টারিং করেছে সালকা স্টুডিও (মিলটন দেব বর্মা), অডিও ডাবিং স্টুডিও ইটার্নাল ড্রীম (শঙ্কর কালিতা)।

গান রিলিজ বিষয়ে রায় শ্রীপর্ণা বলেন, ‘কলঙ্ক সিনেমায় গানটি গেয়েছেন অরিজিৎ সিং, গানের কথা লিখেছিলেন অমিতাভ ভট্টাচার্য। গানটি পুরুষ কণ্ঠেই সাধারণত সবাই শুনে থাকেন। আমি চেষ্টা করেছি সর্বোচ্চ মনোযোগ সহকারে গাওয়ার। আশা করি, আমার শ্রোতাদের ভালো লাগবে। শ্রোতাদের অনুপ্রেরণা নিয়েই সামনে এগিয়ে যেতে চাই। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন।

রায় শ্রীপর্ণা ভারতের ক্লাসিক্যাল মিউজিকে স্বর্ণপদক পেয়েছিলেন। গেল দুর্গা পূজায় তার ‘ঢাক বাজা, কাসর বাজা’ গানটি পূজার গান হিসেবে জনপ্রিয়তার শীর্ষে ছিল। এছাড়া ২০১৯ সালে ‘দ্য লিজেন্ড’ গানটি প্রকাশ করেও তুমুল সাড়া পেয়েছিলেন এ গায়িকা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন