নাসিম রুমি: চিত্রনায়ক আরিফিন শুভ আবারও আলোচনায়। দীর্ঘদিন আড়ালে থাকার পর এবার কলকাতায় গেছেন তিনি। সৌমিক সেনের পরিচালনায় ‘জ্যাজ সিটি’ সিরিজের শুটিংয়ে ব্যস্ত এই অভিনেতা।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে এই সিরিজ। গত সপ্তাহে কলকাতায় এর শুটিং শুরু হয়েছে।
শুভর সঙ্গে থাকছেন সৌরসেনী মিত্রসহ টালিউড ও বলিউডের একাধিক তারকা। সত্তরের দশকের আবহে নির্মিত এই সিরিজের শুটিং পুরোটাই ভারতে হবে।
এর আগে কলকাতায় শুভ কাজ করেছেন ‘উনিশে এপ্রিল’ ও ‘লহু’ ওয়েব কনটেন্টে। যদিও ‘লহু’ এখনো আটকে আছে। ‘জ্যাজ সিটি’তে তিনি নতুন মাত্রা যোগ করবেন বলে আশা করছেন ভক্তরা।