নাসিম রুমি: ভারতে চলচ্চিত্রের অন্যতম সম্মানজনক পুরস্কার ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’। বলিউডের পাশাপাশি টলিউডে ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’ প্রদান করা হয়ে থাকে। এবার এ পুরস্কারে ঢাকাই সিনেমার তিন অভিনেত্রী পেয়েছেন মনোনয়ন। এরমধ্যে গত কয়েক বছরের মতো এবারো এ পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন জয়া আহসান। ফিল্মফেয়ারে দুটি বিভাগে মনোনয়ন পেয়েছেন জয়া আহসান। ‘দশম অবতার’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী (প্রধান চরিত্র) বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি। এসব বিভাগে জয়ার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন কলকাতার চূর্ণী গাঙ্গুলি, কোয়েল মল্লিক, ঋতাভরী চক্রবর্তী, শোলাঙ্কি রায়, স্বস্তিকা মুখার্জি। ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগেও মনোনয়ন পেয়েছেন জয়া আহসান। এ বিভাগে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন- অনসূয়া মজুমদার, অপরাজিতা আঢ্য, মল্লিকা মজুমদার ও শ্রাবন্তী চ্যাটার্জি। সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের দুই অভিনেত্রী অপি করিম ও তাসনিয়া ফারিন।
‘মায়ার জঞ্জাল’ সিনেমায় অভিনয়ের জন্য মনোনয়ন পেয়েছেন অপি করিম। অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ সিনেমায় অভিনয়ের জন্য মনোনয়ন পেয়েছেন তাসনিয়া ফারিণ। এ পুরস্কারের জন্য মুখোমুখি অপি-ফারিণ। তা ছাড়াও কলকাতার অনুরাধা মুখার্জি, গার্গী রায় চৌধুরী, মমতা শঙ্কর ও স্বস্তিকা মুখার্জির সঙ্গে লড়াই করতে হবে তাদেরকে। শুধু তাই নয়, সেরা নবাগত অভিনেত্রীর মনোনয়নও পেয়েছেন ফারিণ। এদিকে তিন অভিনেত্রীর বাইরে ‘মায়ার জঞ্জাল’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের অভিনেতা সোহেল মণ্ডল। অন্যদিকে সেরা গায়ক ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মাহতিম সাকিব। আগামী ২৯শে মার্চ কলকাতার আইটিসি রয়েল বেঙ্গল হোটেলে বসবে এবারের ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’-এর আসর। এ মঞ্চে বিজয়ীদের হাতে তুলে দেয়া হবে পুরস্কার।