English

22 C
Dhaka
রবিবার, জানুয়ারি ১২, ২০২৫
- Advertisement -

কলকাতার নায়িকা নিয়ে ঢাকার বড় পর্দায় মোশাররফ

- Advertisements -

নাসিম রুমি: ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পায় ‘বিলডাকিনি’ সিনেমা। যেখানে জুটি বাঁধেন মোশাররফ করিম ও কলকাতার নায়িকা পার্ণো মিত্র। নুরুদ্দিন জাহাঙ্গীরের ব্যতিক্রমধর্মী কাহিনী অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন ফজলুল কবীর তুহিন। অবশেষে ‘বিলডাকিনি’ আসছে প্রেক্ষাগৃহে। শুক্রবার সিনেমাটির প্রথম পোস্টার উন্মোচন করেন মোশাররফ করিম।

পোস্টারে সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা মোশাররফ করিমের পাশাপাশি দেখা গেছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্রকেও। এর আগে, মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’র মধ্যদিয়ে বাংলাদেশি সিনেমায় পা রাখেন তিনি।

মুক্তির তারিখ ঘোষণা ও পোস্টার উন্মোচন করতে সিনেমার নির্মাতা-কলাকুশলীরা ছুটে যান এর শুটিং স্পটে। সেখান থেকেই জানানো হয়, আগামী ২৪ জানুয়ারি সিনেপ্লেক্সসহ বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিলডাকিনি। পোস্টার উন্মোচনের পাশাপাশি কেক কেটে সিনেমার মুক্তিযাত্রা উদযাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নির্মাতা ফজলুল কবীর তুহিন, প্রযোজক মমিন খান, মোশাররফ করিম, অভিনেতা শেখ মাহবুব, উজ্জল মাহমুদসহ অনেকে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন