করোনা মুক্ত হলেন চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা কাজী হায়াৎ। তার অক্সিজেন লেভেল এখন স্বাভাবিক এবং শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। রবিবার (২৮ মার্চ) সকালে কাজী হায়াৎ এর ছেলে চিত্রনায়ক মারুফ জানান, তিনি তার বাবাকে বাসায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কয়েক ঘণ্টার মধ্যে হাসপাতাল ছাড়ছেন বলেও জানান তিনি।
কাজী মারুফ বলেন, আব্বার করোনা রিপোর্ট নেগেটিভ ও অক্সিজেন লেভেল স্বাভাবিক হয়েছে, কিন্তু এখনো তিনি পুরোপুরি সুস্থ নন। করোনা পরবর্তী সময়টা খুব ঝুঁকিপূর্ণ। তাই এখন বাবাকে সম্পূর্ণ বিশ্রামে থাকাতে বলেছেন চিকিৎসক।
তিনি আরও জানান, চিকিৎসক ছাড়পত্র দিয়েছেন, কয়েক ঘণ্টার মধ্যে বাবা বাসায় ফিরবেন। দেশবাসীর দোয়া এবং সকলের সহযোগিতার কারণে আব্বাকে নিয়ে বাসায় ফিরতে পারছি। আল্লাহ্র কাছে শুকরিয়া আদায় করছি এবং সবার কাছে কৃতজ্ঞ প্রকাশ করছি।