‘আয়নাবাজি’ সিনেমা খ্যাত পরিচালক অমিতাভ রেজা। সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে তিনি জানিয়েছেন করোনায় আক্রান্ত। তবে তিনি বাসা থেকে ভিডিও কলের মধ্যে ডিরেকশন দিলেন একটা নতুন বিজ্ঞাপনের। আর শুটিং সেটে চললো শুট। এমনই ঘটনার নজির করলেন বিজ্ঞাপনের নন্দিত নির্মাতা অমিতাভ রেজা।
অমিতাভ রেজা সামাজিক মাধ্যমে পোস্টে লেখেন, ‘আমি কোভিড পজিটিভ। হেয়ার স্পেশালিস্ট এসেছে বিদেশ থেকে। দুর্দান্ত একটা শুটের জন্য আমাদের পুরো টিম তৈরি। এর মাঝে এই বিপদ। অসুখ-বিসুখ কখনও কিছু করতে পারে নাই আমাকে। তাই নিজে ঘরে থেকে পুরো শুটিং শেষ হলো। কাজটা কিন্তু অসম্ভব যদি না আমার প্রযোজক ও সহকর্মীরা সহযোগিতা করতেন।’
তিনি আরও লেখেন, ‘বিজ্ঞাপনচিত্র নির্মাণ খুব বিশেষ কিছু না। চাইলে যেকোনও পরিস্থিতিতে শুটিং চালিয়ে যাওয়া সম্ভব যদি টিমটা ভালো হয়।’ জানা গেছে, বিজ্ঞাপনচিত্রের কাজ মডেল হয়েছেন বিদ্যা সিনহা মিম। শিগগিরই বিজ্ঞাপনটি দেখা যাবে দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে।
এদিকে, নির্মাতা অমিতাভ রেজা জানান, তার শারীরিক অবস্থা এখন ভালো। বাসাতেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী থাকছেন।