করোনার প্রকোপ থেকে রেহাই পাচ্ছেন না কেউই। এবার করোনা আক্রান্ত হলেন অভিনেত্রী রাকুল প্রীত সিং। মঙ্গলবার (২২ ডিসেম্বর) নিজেই সোশ্যাল মিডিয়ায় করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন অভিনেত্রী।
রকুল জানান, আমি সকলকে জানাতে চাই যে আমার কোভিড-১৯ এর রিপোর্ট পজিটিভ এসেছে। আমি নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছি। আমি সুস্থ আছি এবং বিশ্রাম নিচ্ছি যাতে দ্রুত শ্যুটিং এ ফিরতে পারি।
বিগত কয়েকদিনে তার সংস্পর্শে যারা এসেছেন তাদেরও সাবধানে থাকতে বলেছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, যারা এই বিগত কয়েকদিন আমার সংস্পর্শে এসেছেন তাদের অনুরোধ করছি টেস্ট করানোর জন্য। ধন্যবাদ আর সকলে সুস্থ থাকুন।
সম্প্রতি ‘মে-ডে’ নামে একটি ছবির শ্যুটিং শুরু করেছিলেন রকুল। ‘মে-ডে’ ছবির শ্যুটিং এর আগে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে তার পরিবারও গিয়েছিল।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন