ঢালিউডে আবার করোনার হানা। এবার আক্রান্ত অভিনেতা আরিফিন শুভ। গতকাল তিনি কোভিড-১৯ টেস্টের ফলাফল হাতে পেয়েছেন। তখনই জানতে পারেন, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। আজ শনিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও করোনায় আক্রান্তের এই খবর জানান তিনি।
এক ভিডিও বার্তায় আরিফিন শুভ বলেন, ‘আমি অফিশিয়ালি জানাচ্ছি যে একদমই ঠিক আছি। গন্ধ পাচ্ছি না খাবারে। তবে বাকি সব ঠিক আছে। খুব একটা প্রবলেম হচ্ছে না। আমি আমার বাড়িতে বিশ্রামে আছি। আশা করছি, দ্রুত সুস্থ হয়ে আবার কাজে ফিরব। চিকিৎসক বলে দিয়েছেন যে আমি দ্রুতই সুস্থ হয়ে উঠব’।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন