করোনার থাবায় ভাই হারালেন বলিউডের প্রবীণ অভিনেতা দিলীপ কুমার। এই ভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার ভোরে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার ছোট ভাই আসলাম খান।
করোনায় আক্রান্ত হয়ে ১৬ আগস্ট লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন দিলীপের দুই ভাই এহসান খান ও আসলাম খান। দুজনের অবস্থাই আশঙ্কাজনক ছিল। এর মধ্যে কোভিড যুদ্ধে হার মানলেন আসলাম খান।
হাসপাতালের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, আসলামের ডায়াবেটিস, হাইপারটেনশন ও হার্টের সমস্যা ছিল।
দিলীপ কুমারের দুই ভাইয়ের চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তার আগেই জানিয়েছিলেন, “বয়স ও কো-মর্বিটিজ থাকায় তাদের দু’জনের অবস্থায়ই আশঙ্কাজনক। তাদের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে।”
দুই দেবরের হাসপাতালে ভর্তি হওয়ার খবর জানিয়ে ওই সময় অভিনেত্রী সায়রা বানু বলেন, “জলিল পারকার ও কার্ডিওলজিস্ট নিতিন গোখেল তাদের চিকিত্সা করছেন। আল্লাহর রহমতে তারা ভালো হয়ে উঠুক, এই প্রার্থনা করুন।”
এহসান ও আসলাম ভর্তির পর থেকেই হাসপাতালে ভেন্টিলেটরে ছিলেন। তাদের বয়স যথাক্রমে ৯০ ও ৮৮ বছর।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন