করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রখ্যাত গণসংগীত শিল্পী ফকির আলমগীর । বৃহস্পতিবার রাতে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হাসপাতালের কোভিড ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
শুক্রবার সকালে ফকির আলমগীরের স্ত্রী সুরাইয়া আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন।
ফকির আলমগীর ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেব ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে শামিল হন। ১৯৭১ সালে তিনি যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে।
ঋষিজ শিল্পীগোষ্ঠী প্রতিষ্ঠাতা তিনি। সংগীতে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৯ সালে তাকে একুশে পদকে ভূষিত করে সরকার।