নাসিম রুমি: ঘোষণার শুরু থেকেই শোনা যাচ্ছিল, চলতি বছরের ঈদ উপলক্ষে মুক্তি পাবে সালমান খান অভিনীত সিনেমা ‘সিকান্দার’। যদিও ঈদের সময় ঘনিয়ে এলেও এতদিন এ বিষয়ে চূড়ান্ত কোন ঘোষণা আসেনি। এমনকি সিনেমার শুটিং শেষ হয় কিছুদিন আগেই। তাই ঈদে এই ছবির মুক্তি নিয়ে ছিলো শঙ্কা!
তবে সিনেমাটি ঠিক কবে মুক্তি পাবে, তা নিয়ে জল্পনা কল্পনা হলেও মুক্তির সঠিক দিন তারিখ জানা যাচ্ছিল না। অবশেষে এবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সিনেমা মুক্তির তারিখ ঘোষণা করলেন ভাইজান নিজেই।
‘সিকান্দার’ সিনেমার একটি পোস্টার শেয়ার করে ভাইজান লেখেন, ‘দেখা হচ্ছে আগামী ৩০ তারিখ। এ আর মুরুগাদোস পরিচালনায় এই সিনেমাটি আসছে। সিকান্দার মুক্তি পাচ্ছে এমন সময়, যখন মহারাষ্ট্র এবং দক্ষিণ ভারতে নতুন বছরে সূচনা হয়।’
‘সিকান্দার’ পরিচালনা করছেন এ আর মুরুগাদোস। যিনি ‘গজনি’ ও ‘থুপাক্কি’র মতো তামিল ও হিন্দি ব্লকবাস্টার সিনেমা পরিচালনা করেছেন। তিনি জানিয়েছেন, এই সিনেমাটির প্রথমার্ধ ১ ঘণ্টা ১৫ মিনিটের এবং দ্বিতীয়ার্ধ ২ ঘণ্টা ৩০ মিনিটের।
সিনেমায় সালমান ছাড়াও অভিনয় করেছেন কাজল আগারওয়াল, রাশমিকা মান্দানা, সত্যরাজ, শারমান যোশি, প্রতীক বব্বর সহ আরও অনেকে। ছবিটির শ্যুটিং চলেছে ৯০ দিন ধরে মুম্বাই এবং হায়দরাবাদের বিভিন্ন এলাকায়। ছবিটি প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা, যার সঙ্গে সালমান এর আগে ‘কিক’, ‘জুডুয়া’, ‘মুঝসে শাদি কারোগি’, ‘জানে মান’ সহ আরও বেশ কিছু ছবিতে কাজ করেছেন। যেগুলো প্রত্যকটি ছবিই ছিল ব্যবসা সফল।
তবে ‘সিকান্দার’ নিয়েও দর্শকদের প্রত্যাশা অনেক বেশি। কেননা এখানে প্রথমবারের মত সালমানের বিপরীতে দেখা যাবে দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে।