English

26 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

কপিলের সঙ্গে কোনও সম্পর্ক নেই, সাফ জানিয়ে দিলেন সালমান খান

- Advertisements -

নাসিম রুমি: ভারতের জনপ্রিয় কমেডি অনুষ্ঠান ‘কপিল শর্মা শো’তে রবীন্দ্রসঙ্গীতকে ব্যঙ্গ করা ইস্যুতে তোলপাড় বিনোদন অঙ্গন। ‘একলা চলো’র মতো গভীর ও জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীতকে ব্যঙ্গ করার অভিযোগ উঠেছে কপিলের শোয়ের বিরুদ্ধে।

বিতর্কের নেপথ্যে মূল কারিগর ক্রুষ্ণা অভিষেক ‘দায়সারা’ ক্ষমা চাইলেও নেটিজেনরা থেমে যাননি। উপরন্তু আইনি বিপাকে পড়তে হয়েছে কপিল শর্মা এবং তার শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’কে। একইসঙ্গে এই বিতর্কে নাম জড়িয়েছে সালমান খানেরও।

একে তো লাগাতার প্রাণনাশের হুমকি, তার মাঝেই রবীন্দ্রনাথকে অবমাননা বিতর্কে নাম জড়ানো…পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে মুখ খুলতে বাধ্য হয়েছেন সালমানের টিম।

বেশ কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ সালমান খানের প্রযোজনা সংস্থার সঙ্গে জড়িত। কারও দাবি ছিল, সালমানের প্রযোজনায় তৈরি হয় এই শো।

যে কারণে এবার বঙ্গবাসী মহাসভা ফাউন্ডেশনের তরফ থেকে আইনি নোটিস পাঠাতেই নড়েচড়ে বসল সালমনের টিম। শোনা গেছে, ভাইজানের প্রযোজনা সংস্থাতেও নাকি একটি আইনি চিঠি গিয়েছে! সে কথা রটতেই সালমান খানের টিম মুখ খুলল।

বুধবার বলিউড সুপারস্টারের তরফ থেকে এক বিবৃতি দেওয়া হয়েছে। সেখানেই সাফ জানানো হয়েছে, তিনি বা তার প্রযোজনা সংস্থা ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’য়ের সঙ্গে যুক্ত নন। কপিলের সঙ্গেও ভাইজানের কোনো সম্পর্ক নেই এখন।

এর আগে টলিপর্দায় যখন এই শো দেখা যেত, তখন সালমানের প্রযোজনা সংস্থার ব্যানারে তৈরি হত। কিন্তু বর্তমানে তা নেটফ্লিক্সের অধীনে। তাই রবীন্দ্রনাথ ঠাকুরকে অবমাননার অভিযোগে তার নাম জড়াতেই জবাব এলো সালমান খানের টিমের তরফ থেকে।

বলিউডের পর্দায় বাংলা ভাষা কিংবা সংস্কৃতিকে খাটো করে দেখানো নতুন নয়! সম্প্রতি ‘ভুলভুলাইয়া ৩’ তে বাঙালি ভূত ‘মঞ্জুলিকা’র চরিত্র নিয়েও আপত্তি তুলে নেটপাড়ার একাংশ প্রশ্ন তুলে বলেছিলেন, ‘বাঙালিরা তুকতাক, কালাজাদু করে, এই ভাবনা কবে যাবে?’

এবার কাঠগড়ায় ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’। হাস্যরসের উদ্রেক করতে গিয়ে তাল-জ্ঞান, কাল-পাত্র বিবেক বিসর্জন দিয়ে রীতিমতো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে মশকরা! আর যে ঠাট্টা-রসিকতায় মেতে ওঠেন শোয়ের সঞ্চালক তো বটেই এমনকী উপস্থিত তারকারাও। সেই প্রেক্ষিতেই কপিল শর্মার শোয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন কয়েকজন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন