English

25 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

‘কনসার্টে আসবেন না’: রাজনীতিকদের উদ্দেশে কেন এমন বার্তা সোনুর?

- Advertisements -

নাসিম রুমি: ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম বরাবরই স্পষ্ট কথা বলতে পছন্দ করেন। সমাজিক মাধ্যমে বিভিন্ন বিষয়ে মতামতও দিতে দেখা যায় এই গায়ককে। প্রতি বছরই শীতের মৌসুমে দেশের বিভিন্ন প্রান্তে সঙ্গীতশিল্পীরা কনসার্ট করে থাকেন। এবার এই কনসার্ট প্রসঙ্গেই ভারতের নেতা-মন্ত্রীদের এক হাত নিলেন সোনু। দিলেন বিশেষ বার্তা।

সম্প্রতি সমাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন সোনু। সেখানে তিনি রাজনীতিকদের কোনো রকম কানসার্টে উপস্থিত থাকার জন্য নিষেধ করেছেন। দিয়েছেন বিশেষ শর্তও।

ভিডিওর ক্যাপশনে সোনু লেখেন, দেশের রাজনীতিকদের উদ্দেশে বিনীত অনুরোধ, যদি শিল্পীর অনুষ্ঠানের মাঝে আপনাদের বেরিয়ে যেতে হয়, তা হলে দয়া করে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না।

সম্প্রতি রাজস্থানে একটি অনুষ্ঠানে গান করেন সোনু। সেখানে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ছাড়াও একাধিক মন্ত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে একটি তিক্ত অভিজ্ঞতা প্রসঙ্গেই তিনি ভিডিওতে মনের কথা জানিয়েছেন।

ওই ভিডিওতে সোনু বলেন, অন্ধকারে মঞ্চ থেকে সকলকে দেখতে পাইনি। কিন্তু অনুষ্ঠানের মাঝেই দেখলাম নেতা-মন্ত্রীরা বেরিয়ে গেলেন! দেশের রাজনীতিকদের একটাই প্রশ্ন করতে চাই, আপনারা যদি শিল্পীদের সম্মান না করেন, তা হলে বাকিরা কী করবেন?

রাজনীতিকদের উদ্দেশে সোনুর পরামর্শ, যদি বেরিয়ে যেতেই হয়, তা হলে তারা যেন এরপর থেকে অনুষ্ঠান শুরু হওয়ার আগে বেরিয়ে যান। অন্যথায় কনসার্টে উপস্থিত থাকার কোনো প্রযোজন নেই।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন