নাসিম রুমি: নিজের ব্র্যান্ডের একটি অনুষ্ঠানে সম্প্রতি হলুদ রঙের গাউন পরতে দেখা গিয়েছিল দীপিকা পাডুকোনকে। ভোটদানের দিন তার স্ফীতোদর নিয়ে প্রশ্ন তুলেছিলেন নেটাগরিকের একাংশ। আর তার পরেই হলুদ রঙের এই গাউন পরে প্রকাশ্যে আসেন তিনি। সেখানে স্পষ্ট হয় অন্তঃসত্ত্বা দীপিকার স্ফীতোদর। কিন্তু, এখন চর্চায় দীপিকার এই হলুদ গাউন।
দীপিকা নিজেই সেই হলুদ গাউনের ছবি সোশ্যালে পোস্ট করেন। সঙ্গে জানান, এই পোশাক তিনি বিক্রি করছেন। তিনি পোস্টে লেখেন, ‘একদম নতুন! কে এই পোশাকটি পেতে চলেছেন?’ সেই পোস্টেই দীপিকা জানান, এই পোশাক বিক্রি করে যে টাকা উঠবে, তা চলে যাবে এক স্বেচ্ছাসেবী সংস্থার তহবিলে।
দীপিকার পরা পোশাক বিক্রি হতে যে বেশি সময় লাগবে না, তা বলাই বাহুল্য। তাই কয়েক মিনিটের মধ্যেই দীপিকা জানান, পোশাকটি ইতিমধ্যেই বিক্রি হয়েছে। পোশাকশিল্পীদের ডিজাইন করা এই পোশাক বিক্রি হয়েছে ৯২ হাজার রুপিতে। দীপিকার টিম-এর পক্ষ থেকেই সংবাদমাধ্যমকে জানানো হয় যে, মাত্র ২০ মিনিটের মধ্যে ৩২ হাজার রুপিতে বিক্রি হয়েছে এই পোশাক।