হবু বর রকি জায়েসওয়ালের সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন হিনা খান। সেখান থেকেই নিজের ইনস্টাগ্রামে পোস্ট করছেন একের পর এক ছবি।
মালদ্বীপের নীল সমুদ্রের ধারে বসে ফটোশ্যুট করেছেন হিনা। সেই সব ছবি পোস্ট করার পরেই শুরু হয়েছে বিতর্ক। মালদ্বীপে হিনার খোলামেলা ফটোশ্যুট, শরীরি আবেদন নজর কেড়েছে নেটিজেনদের। মডেল, অভিনেত্রীর পোস্ট করা ছবি ঘিরে উঠে এসেছে বিভিন্ন মন্তব্য।
এধরনের খোলামেলা ছবি ঘিরে নেটিজেনদের একাংশের আক্রমণের মুখে পড়তে হয়েছেন হিনা খানকে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ”শরীর দেখাচ্ছেন কেন?” কেউ আবার হিনার বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ আনতেও ছাড়েননি।
প্রসঙ্গত, কাশ্মিরী কন্যা হিনার উঠে আসা ‘ইয়ে রিস্তা কেয়া কেহেলাতা হে’ ধারাবাহিক থেকে। যে ধারাবাহিকে ‘আকশরা’ চরিত্রে দর্শকদের মন জিতে ছিলেন হিনা খান। পরবর্তীকালে ‘বিগ বস-১১’, ‘খাতরো কি খিলাড়ি’-সহ একাধিক রিয়ালিটি শোতে যোগ দিয়েও আলোচনায় উঠে আসেন হিনা।